‘টাইগার, বাবার মতো পুরুষ হওয়ার চেষ্টা করো’
দুর্দান্ত নাচ, অ্যাকশন আর পেশিবহুল শরীর— টাইগার শ্রফের পরিচয় দিতে গেলে এসব গুণাগুণের কথাই আসে। তারকা বাবার সন্তান হওয়াতে বলিউডে যাত্রা শুরু করতে একেবারেই বেগ পাননি তিনি। তবে বিখ্যাতদের সন্তানের যেসব সংকটে পড়তে হয়, টাইগারকেও সেগুলোর মুখোমুখি হতে হয়েছে। নির্মাতা রাম গোপাল ভার্মা টুইটারে একেবারে নাকাল করে ছেড়েছেন টাইগারের এই ‘সিক্সপ্যাক’ ইমেজকে।
গতকাল ছিল টাইগারের জন্মদিন। টুইটে এমন একটি ছবি সংযুক্ত করেছেন রামগোপাল, যেখানে দেখা যাচ্ছে সাগর থেকে উঠে আসার সময় টাইগারের একটি বিশেষ ভঙ্গি। ছবিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি বার্থডে’ লেখা বটে, তবে টাইগারের জন্মদিনের খোশমেজাজ বিস্বাদ করে দেওয়ার জন্য রামগোপালের কথাগুলো ছিল যথেষ্ট।
লম্বা টু্ইটে রামগোপাল প্রথমেই টাইগারের মার্শাল আর্টে দক্ষতার কথা বলেছেন, তবে সেটিকে বিশেষ গুরুত্বও দেননি। ‘ব্রুস লি যদি তোমার (টাইগার শ্রফ) মতো বিকিনি মার্কা পোজ দিত, তবে তার আর ব্রুস লি হওয়া হতো না।’
এরপরই জ্যাকি শ্রফের সঙ্গে তুলনা করে খোঁচা দিয়েছেন রামগোপাল, ‘তোমার বাবা জ্যাকিকে দেখ। তাঁর মতো পুরুষ হওয়ার চেষ্টা করো। উনি তোমার মতো পেশিওয়ালা বা মার্শাল আর্টে দক্ষ ছিলেন না, তবে তাঁর যে পৌরুষত্ব; সেটার দিকে তোমার নজর দেওয়া উচিত। ব্রুস লি বা জ্যাকি শ্রফের মতো পুরুষরা কখনোই ঊর্মিলার মতো মোহনীয় ভঙ্গিতে ছবি তুলবে না, তারা হচ্ছেন খাঁটি পুরুষ। এদের কাছ থেকে ম্যাচোইজম শেখার চেষ্টা করো।’
পরে অবশ্য রামগোপাল বলেছেন, মোটেও নাকি ‘আঘাত’ দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসব বলেননি তিনি। রামগোপালের ছবিতে জ্যাকি শ্রফও এক সময় অভিনয় করেছেন।
এ টুইটের পর টাইগার শ্রফ এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বা রি-টুইট করেননি।