শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন না কঙ্গনা
বলিউডে যে কজন অভিনেত্রী নিজস্ব অভিনয়গুণে আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন, তাঁদের ভেতর কঙ্গনা রানাউত অন্যতম। বলিউডের আবেদনময়ী নায়িকা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেল, সম্প্রতি এই নায়িকা এক সাক্ষাৎকারে শাহরুখ খানসহ বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় না করার কথা জানিয়েছেন।
চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দাকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘বলিউড বাদশার সঙ্গে অভিনয় করতে কে না চায়? কিন্তু আমি এমন কারো সঙ্গে কেন অভিনয় করব না, যাঁর বিপরীতে অভিনয় করলে কেউ আমাকে গুরুত্ব দেবে না।’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী বলেন, ‘যখন খানদের সঙ্গে কাজ না করে আমি জনপ্রিয়তা পেয়েছি, তখন তাঁদের সঙ্গে অভিনয় করার কথা কেন ভাবব? তাঁদের বিপরীতে কাজ করে আমার কী লাভ হবে? বরং তাঁদের বিপরীতে আমার গুরুত্ব কমে যাবে। তাঁরা সব সময় নায়কপ্রধান চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন।’
খানদের সঙ্গে কোনোরকম তিক্ততা আছে কি না জানতে চাইলে কঙ্গনা বলেন, “না, তেমন কিছু নয়। আমির খান আমার সঙ্গে তাঁর সিনেমা নিয়ে কথা বলেছেন। আমার মনোভাব সব সময় ব্যতিক্রম। ‘কুইন’ মুক্তি পাওয়া পর্যন্ত খানদের বিপরীতে অভিনয় করতে চাইতাম। কিন্তু ‘তনু ওয়েডস মনু’ মুক্তির পর আমি বুঝতে পারি, আমি প্রধান চরিত্র নই। এটা হতাশ করেছে।”
তবে কঙ্গনা এটা বলতে ভোলেন না, তিনি শাহরুখের বড় ভক্ত। ‘শাহরুখ খান স্যার আমি আপনার বড় ভক্ত। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমাদের দুজনের পথ ভিন্ন, আমাদের পথ কখনো এক হবে না।’
সর্বশেষ কঙ্গনা রানাউত ‘রেঙ্গুন’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সাইফ আলী খান ও শহিদ কাপুর।