পেশাদার কুস্তিগীর ছিলেন মিঠুন চক্রবর্তী
বয়স নিয়ে তথ্য দিতে বেজায় আপত্তি তাঁর। তাতে বিশেষ অভিযোগ নেই ভক্তদের। মিঠুন চক্রবর্তী চিরতরুণ, দিন দিন যেন আরো তারুণ্য ভর করছে তাঁর ওপর! নিয়মিত কাজ করে চলেছেন ছোটপর্দা আর বড়পর্দায়। গত ১৫ জুন পা দিয়েছেন ৬২-তে। তবে স্টারডমটা এমনই তাঁর, এখনো দিব্যি দাপটের সঙ্গে অভিনয় করতে পারেন নায়ক চরিত্রে। বলিউডে পুরো দুই যুগ শাসন করেছেন। এখনো টালিউডে বাঙালি এই অভিনেতা অভিনয় করছেন। সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জীবনের অজানা কিছু বিষয় তুলে ধরেছে ইন্ডিয়া টিভি।
১. সিনেমায় যোগ দেওয়ার আগে তিনি ছিলেন চরম নকশালবাদী আন্দোলনের বিপ্লবী। এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভাইয়ের মৃত্যুর পর আন্দোলন থেকে সরে আসেন তিনি। ‘দ্য নকশালাইট’ নামে একটি ছবিতেও কাজ করেছেন তিনি।
২. তরুণ বয়সে তিনি ছিলেন পেশাদার কুস্তিগীর। ১৯৬৭ সালে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট রেসলিং চ্যাম্পিয়নশিপ’-এ জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন তিনি।
৩. রাশিয়ায় অজস্র ভক্ত রয়েছে মিঠুনের। তাঁকে রীতিমতো পূজা করা হয়, এমনই নাকি অবস্থা। এক সাক্ষাৎকারে এ নিয়ে খানিকটা মজা করে মিঠুন বলেছিলেন, নিশ্চয়ই আগের জন্মে রাশিয়ার সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক ছিল তাঁর!
৪. ভারতেও ভক্তের সংখ্যা অগণিত মিঠুনের। কড়া ভক্তরা তাঁকে ডাকেন ‘প্রভুজি’ নামে। এমনকি তাঁর মূর্তি দিয়ে মন্দিরও তৈরি করতে চেয়েছিলেন তাঁরা, পারেননি মিঠুনের কড়া আপত্তির জন্য!
৫. উটি নিয়ে মিঠুনের মনে ঘোর অন্ধবিশ্বাস। সেখানে যে ছবির শুট করবেন, সেটাই ভালো হবে বলে তাঁর ধারণা। এ জন্য সেখানে রীতিমতো একটি বাড়ি ও হোটেল বানিয়েছেন তিনি।
৬. সত্তরের দশকে মিঠুন বিয়ে করেছিলেন মডেল হেলেনা লিউককে। বিয়ে বেশিদিন টেকেনি। ডিভোর্সের পর হেলেনা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
৭. শ্রীদেবীর সঙ্গেও বিয়ে হয়েছিল মিঠুনের! তার আগেই কিন্তু মিঠুনের বিয়ে হয়েছ অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে। তার পরও বাঁধভাঙা প্রেমের টানে গোপনে বিয়ে করেন তাঁরা। পরে একটি জনপ্রিয় ট্যাবলয়েড ম্যাগাজিন তাঁদের বিয়ের সার্টিফিকেটের ছবি ছাপিয়ে দিলে মিঠুন স্বীকার করেন তাঁর বিয়ের কথা। এ বিয়ে অবশ্য টেকেনি, মিঠুনের সংসার এখনো যোগিতা বালির সঙ্গেই!
৮. মিঠুনের দুই প্রিয় তারকা মাইকেল জ্যাকসন ও মোহাম্মদ আলী। তাঁদের নাম অনুসারেই নিজের ছেলের নাম রেখেছেন ‘মিমোহ’।
৯. পশু-পাখির জন্য মিঠুনের ভালোবাসা অনেক। মুম্বাইয়ের বাসায় রীতিমতো ৩৮টি কুকুর পালেন তিনি, নিজেকে বলেন তাঁদের পিতা! উটির বাসায় এই কুকুরের সংখ্যা নাকি দ্বিগুণ!
১০. নাচে বিখ্যাত হলেও কোনো জায়গায় নাচের শিক্ষা নেননি তিনি। জন ট্রাভোল্টা, মাইকেল জ্যাকসন আর এলভিস প্রেসলিকে মিলিয়েই নাকি নাচ রপ্ত করে ফেলেছিলেন ‘ডিস্কো ড্যান্সার’!