দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন ঐশ্বরিয়া
২০১৫ সালে বলিউডে প্রত্যাবর্তন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও তাঁর পুনরাগমনের প্রথম চলচ্চিত্র ‘জাজবা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর সরবজিত সিংয়ের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘সরবজিত’-এ অভিনয় করেন তিনি। ‘সরবজিতে’র কপালেও ফ্লপের তকমা জোটে। তবে ‘সরবজিত’ ঐশ্বরিয়াকে একবারে খালি হাতে ফিরিয়ে দেয়নি। ডিএনএ ইন্ডিয়ার এক খবরে জানা গেল, ‘সরবজিতে’ অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন ঐশ্বরিয়া।
ওমাং কুমারের পরিচালনায় ‘সরবজিত’ ছবিতে দলবীর কাউরের চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। আর নাম ভূমিকায় সরবজিত চরিত্রে অভিনয় করেন রনদীপ হুদা। যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি চলচ্চিত্রটি। ১৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি ঘরে তুলেছে মাত্র আট কোটি রুপি।
১৯৯১ সালে পাকিস্তানের আদালত ভারতীয় নাগরিক সরবজিত সিংকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। পরবর্তীকালে মৃত্যুদণ্ড কার্যকর না হলেও ২২ বছর জেল খাটেন সরবজিত। পরে সরবজিতের সঙ্গে দেখা করার সুযোগ মিলে যায় তাদের পরিবারের। সেখানেই অত্যাচারিত সরবজিতের সঙ্গে দেখা হয় দলবীর কাউরের, যে চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে দলবীর কাউর কথা দেন সরবজিতকে তিনি নির্দোষ প্রমাণ করবেন।
এরকমই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন ঐশ্বরিয়া। পুরস্কার প্রাপ্তির পর ঐশ্বরিয়া জানান, ‘চলচ্চিত্রে তিনি তার দায়িত্ব ভালোভাবেই পালন করে গিয়েছেন।’ পুরস্কার হাতে নিয়ে যখন ঐশ্বরিয়া আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছিলেন তখন তাঁর পাশে ছিলেন হেমা মালিনি।
ঐশ্বরিয়ার হাতে বর্তমানে রয়েছে তিনটি চলচ্চিত্র। অজয় দেবগণ, ইমরান হাসমি, ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তার সঙ্গে ঐশ্বরিয়া অভিনয় করবেন ‘বাদশাও’ চলচ্চিত্রে। এ বছরের সেপ্টেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাইফ আলী খানের সঙ্গে সুজয় ঘোষের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। এর পাশাপাশি জয় ললিতার বায়োপিকে খোদ জয় ললিতার চরিত্রে অভিনয় করার কথা রয়েছে ঐশ্বরিয়ার। আর জয়ললিতার চরিত্রে ঐশ্বরিয়াকে দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত।