প্রথম দিনে ব্যর্থ সোনাক্ষির ‘নুর’
ছোট একটি বিরতির পর আবারও বড়পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। শুক্রবার মুক্তি পেয়েছে ‘নুর’ নামের নারীকেন্দ্রিক ছবি। ছবিটিতে তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিক-লেখিকার চরিত্রে। এদিকে মুক্তির প্রথম দিনে ‘নুর’ সকালের শো থেকে সন্ধ্যা পর্যন্ত আয় করেছে একেবারেই কম।
ইন্ডিয়া টুডের তথ্যমতে, প্রথম দিনে ‘নুর’ সব মিলিয়ে এক কোটি ৫৪ লাখ রুপি আয় করে, যাকে মোটেই ভালো সূচনা বলা চলে না! এর আগে সোনাক্ষি সিনহা অভিনীত ‘ফোর্স টু’ প্রথম দিনে ছয় কোটি রুপি আয় করেছিল, যার তুলনায় নতুন ছবিটির আয়ের পারফরম্যান্স একেবারেই কোটি রুপি আয় করে।
সুনীল সিপ্পি পরিচালিত ছবিটি নির্মাণ করা হয়েছে পাকিস্তানি লেখিকা শাবা ইমতিয়াজের বই ‘করাচি-ইউ আর কিলিং মি’ থেকে অনুপ্রাণিত হয়ে। নুর নামের একজন সাংবাদিক-লেখিকার জীবন নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। যদিও পরিচালক মুম্বাই শহরের উপযোগী করে ছবিটি নির্মাণ করেছেন। এতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন।
কেবল তো ছবি মুক্তির একদিন অতিবাহিত হলো। এখনো পুরো সপ্তাহ পড়ে আছে। হয়তো বাকিটা সময়ে ‘নুর’ বক্স অফিসে মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনটাই আশা রাখছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।