নিরব থাকছেন নির্বাচনে
চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা নিরব। আগামী ৫ তারিখ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচন করছেন নিরব। চলচ্চিত্রের সব ভালো কাজের সঙ্গে থাকতে চান তিনি।
নিরব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আসলে চলচ্চিত্রের সব ভালো কিছুর সঙ্গে থাকতে চাই। বিগত দিনগুলোতে আমি সব সময় চলচ্চিত্রের স্বার্থে কথা বলেছি, কাজ করেছি। ২০০৯ সাল থেকে চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি। শুধু অভিনয় নয়, সময়োপযোগী চলচ্চিত্র নির্মাণে প্রযোজক-পরিচালক- শিল্পীদের সঙ্গে সমন্বয়ও করেছি। সব সময় চেয়েছি ভালো চলচ্চিত্র হোক। কাজ করতে গিয়ে মনে হয়েছে আমাদের নীতি-নির্ধারণের কিছু বিষয় আছে যেখানে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অনেক শক্তিশালী একটি সংগঠন, সেখানে থেকে শুধু চলচ্চিত্রে কাজ করা নয়, চলচ্চিত্রের হয়ে কাজ করার সুযোগ আছে। এ কারণেই শিল্পী সমিতিতে নির্বাচন করছি।’
নির্বাচন নিয়ে নিরব আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচনে যে তিনটি প্যানেল হয়েছে তারা সবাই চলচ্চিত্রকে ভালোবাসেন এবং নির্বাচিত হলে সবাই কাজ করবেন। আমরা আসলে সকলে মিলেই শিল্পীদের এই পরিবার। আমরা একসঙ্গে সবাই বসে আড্ডা দিচ্ছি, চলচ্চিত্রের বাধা নিয়ে আলোচনা করছি। একটা বিষয় লক্ষ করেছি, সেটা হলো সবাই এখন দেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য মরিয়া। আমি যে প্যানেলে নির্বাচন করছি আমাদের স্লোগান হচ্ছে নীতিগতভাবে আমরা এক। অনেকেই জানতে চায় আমাদের নীতিটা আসলে কী। আমাদের নীতি হচ্ছে দেশের চলচ্চিত্র বাঁচাতে চাই, দেশের চলচ্চিত্রকে প্রাধান্য দিতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখতে পারি।’