মেয়েকে নিয়ে শহিদের এম জে নৃত্য
গতকাল ছিল বিশ্ব নৃত্য দিবস। দিবসটি উপলক্ষে তো দুপাক নেচে নিতেই পারেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। হ্যাঁ, তিনি নেচেছেন, সঙ্গে ছিল আট মাসের কন্যাসন্তান মিশা। আর তাঁরা নেচেছেন এম জে, অর্থাৎ মাইকেল জ্যাকসনের নাচ। শুধু নেচেই তাঁরা থামেননি, সেটি ভিডিও করে প্রচার করেছেন ইনস্টাগ্রামে।
এনডিটিভির খবরে জানা যায়, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মাইকেল জ্যাকসনের গানের তালে মেয়ের সঙ্গে নিজের ছবি ‘শানদারে’র মতই ‘শানদার’ একটি নাচের ভিডিও ভক্তদের উদ্দেশে প্রকাশ করেছেন শহিদ কাপুর। ভিডিওটির ক্যাপশনে শহিদ লিখেছেন, ‘#ওয়ার্ল্ড ড্যান্স ডে #হ্যাভ ফিট উইল ডান্স# এম জে ড্যান্স ইজ ইন ইউর ব্লাড।’ অর্থাৎ বিশ্ব নৃত্য দিবস, পা দুটি অবশ্যই নাচবে। মাইকেল জ্যাকসন, নাচ তোমার রক্তে মিশে আছে।
‘শানদার’ খ্যাত এই তারকা ২০১৫ সালে দিল্লিনিবাসী মিরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০১৬ সালে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান। দুজনের নামে প্রথম অক্ষর দিয়ে কন্যার নাম রাখা হয় মিশা। বছর না ঘুরতেই ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন শহিদকন্যা মিশা। প্রায়ই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের ছবি পোস্ট করেন শহিদ। কিছুদিন আগেও মেয়ের সঙ্গে বেবি পুলের একটি ছবি পোস্ট করেছিলেন শহিদ। এর আগে কন্যাকে আদররত স্ত্রী মিরার একটি ছবি পোস্ট করেন শহিদ।
শহিদ কাপুর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘রেঙ্গুন’। যদিও বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্রটি। বর্তমানে শহিদ কাপুরের হাতে রয়েছে একটি চলচ্চিত্র। আর সেটি হচ্ছে নানা বিতর্কে জর্জরিত রানী পদ্মাবতীর জীবনীনির্ভর ঐতিহাসিক চলচ্চিত্র ‘পদ্মাবতী’। যদিও এই ছবি-সংক্রান্ত কোনো বিতর্কেই এখন পর্যন্ত নিজের মুখ খোলেননি শহিদ। ছবিতে রানী পদ্মিনীর স্বামী রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরকে। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন রণবীর সিং ও দিপীকা পাডুকোন। এ বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।