তারকার মজার তথ্য
মেকআপ ছাড়া সিনেমা হলে যান নুসরাত ফারিয়া
নতুন সিনেমা মুক্তি পেলে বেশি আনন্দে থাকেন নায়িকারা। নিজের সিনেমা দর্শকসারিতে বসে দেখতে পছন্দও করেন অনেকে।
এ সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া এর ব্যতিক্রম নন। জানালেন, সিনেমা হলে তিনি যান, তবে সেটা চুপিসারে এবং মেকআপ ছাড়া। এর পেছনে মজার অনেক কারণও আছে বলে জানালেন তিনি। বললেন, ‘কেউ মেকআপ ছাড়া আমাকে দেখলে সহজে বুঝতে পারে না যে আমি আসলেই নুসরাত ফারিয়া! কারণ, মেকআপ ছাড়া আমাকে একেবারে পিচ্চি একটা মেয়ে মনে হয়। আমি সাধারণত সিনেমা শুরু হওয়ার ১০ মিনিট পর আর শেষ হওয়ার ১০ মিনিট আগে হল থেকে বেরিয়ে আসি। আমাকে এর মধ্যে কেউ দেখলে চিনতেই পারে না। আমিও শান্তিমতো সিনেমা দেখতে পারি। মেকআপ তো একদম নিই না এবং সাধারণ পোশাক পরি।’
কখনো সিনেমা দেখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়েছে কি না জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘না, তেমন কোনো অশান্তির সৃষ্টি হয়নি। দর্শকের থেকে পাওয়া সবকিছু ভালোবাসা মনে হয়। তবে একটা ঘটনা শেয়ার করি। একবার সাদা সুন্দর একটা বোরকা পরে রাজধানীর বলাকা সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলাম। সম্ভবত ‘বাদশা’ ছবি হবে। বোরকা পরে গিয়েছিলাম, যাতে আমাকে কেউ না চেনে। কিন্তু গাড়ির জন্য ধরা পড়ে গিয়েছিলাম। আমার লাল রঙের গাড়ি দর্শক যে চেনেন, আমি তো সেটা জানতাম না। সিনেমা শেষ করে যখনই গাড়িতে উঠতে যাব, তখনই সবাই সেলফি তোলার জন্য ভিড় করতে শুরু করল। সেদিন কোনোরকম গাড়িতে উঠে পালিয়েছি। এর পর থেকে কানে ধরছি আর মনে মনে বলছি, বোরকা নয়, বরং মেকআপ ছাড়া সিনেমা হলে যাওয়া উত্তম। বিশেষ করে আমার মতো নায়িকার জন্য।’
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় উপস্থাপক নুসরাত ফারিয়ার। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘প্রেমী ও প্রেমী’ ও ‘ধ্যাততেরিকি’।