মেয়ের সাফল্যে গর্বিত অনিল কাপুর
সন্তানদের সাফল্য সব সময়ই অভিভাবকদের মুখে হাসি ফোটায়। আর এ সাফল্য যদি জাতীয় পর্যায়ের স্বীকৃতি হয়, তাহলে তো কথাই নেই। কদিন আগেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সোনম কাপুর। আর এই সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাবা অনিল কাপুর।
এ বছর ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৩১ বছর বয়সী অভিনেত্রী সোনম ‘নীরজা’ চলচ্চিত্রের নামভূমিকায় অভিনয়ের জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান। গত বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন ‘রানঝানা’খ্যাত এই অভিনেত্রী। মা সুনিতা কাপুরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বাবা অনিল কাপুর এবং অন্যসব বাবার মতো মেয়ের সাফল্যকে ক্যামেরাবন্দি করেন তিনি।
এনডিটিভির খবরে দেখা যায়, মেয়ের সাফল্যে আইএনএসকে অনিল কাপুর বলেন, ‘যেকোনো পরিবারই গর্ববোধ করবে যদি পরিবারের কোনো সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এটা হতে পারে পুত্র, কন্যা, স্ত্রী, বন্ধু বা পরিবারের সঙ্গে যুক্ত যে কেউ। অবশ্যই যেহেতু এটা সোনমের প্রথম অর্জন, তাই আমাদের সবার মধ্যেই আবেগটা একটু বেশি।’
এতটুকু বলেই ক্ষান্ত হননি অনিল কাপুর। নিজের টুইট অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি আর আমার উত্তেজনা ধরে রাখতে পারছি না। বাবা ফটোগ্রাফারে পরিণত হয়েছে। সোনম কাপুর। আমরা খুবই গর্বিত#জাতীয় চলচ্চিত্র পুরস্কার।’
সোনম-বন্দনায় মেতেছেন তাঁর ভাই হর্ষবর্ধন কাপুরও। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের গোটা পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় এবং এটা একটি অনুপ্রেরণা, যা আমাদের শিক্ষা দেয় পরিশ্রমী ও বিনয়ী হতে। সেরা পরিচালকদের সঙ্গে কাজ করা, সৎ থাকা এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা এগুলোই সোনম অনুসরণ করে গিয়েছে এবং যেটা এখন আমি অনুসরণ করছি। আমি মনে করি, একটা সময় এই কঠোর পরিশ্রম কাজে লাগবে।’
এ বছর জাতীয় পুরস্কারজয়ী সোনমের তিনটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। শশাঙ্ক ঘোষ পরিচালিত নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘ভিরে দি ওয়েডিং’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষের দিকে। সোনম ছাড়াও এতে অভিনয় করছেন কারিনা কাপুর, সারা ভাস্কর ও শিক্ষা তালসানিয়া। এ ছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাডম্যান’ ও ফারহান আক্তারের সঙ্গে ‘ব্যাটল অব বিট্টোরা’ চলচ্চিত্রে অভিনয় করছেন সোনম।