শাকিবরূপী ইমন আহত
ভিলেন অমিত হাসানকে পাগলের মতো খুঁজছেন শাকিব। অপু বিশ্বাসকে তুলে নিয়ে গেছেন অমিত হাসান। শাকিব জানতে পারলেন, অমিতের ছোট ভাই তনুকে ধরতে পারলেই মিলবে অপুর খবর। এ জন্য তনুকে আচ্ছামতো পিটিয়ে তিনি বাধ্য করলেন অমিতের সাথে যোগাযোগ করতে। মারপিটের সময় বাসের কাচ ভেঙে ঢুকতে গিয়েই হলো দুর্ঘটনা। আর এ দুর্ঘটনা কিন্তু ছবির কাহিনী নয়, সত্যি সত্যি দুর্ঘটনা!
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘মাই ডার্লিং’ ছবির শুটিংয়ের একটি দৃশ্য এটি। মারপিটের দৃশ্য ধারণ করা হয়েছিল গতকালকেই। আজকে ছিল বাসের কাচ ভাঙার শট। সাধারণত এ ধরনের দৃশ্যগুলো নায়কের বদলে স্টান্টম্যানরা করে থাকেন, যাঁদের এফডিসিতে ডামি বলা হয়ে থাকে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই দৃশ্যটি শাকিবের হয়ে শট দিচ্ছিলেন স্টান্টম্যান ইমন। কাচ ভাঙার কথা ছিল পাঁচটি। তিনটি কাচ ভাঙার পর চার নম্বর কাঁচটি ভাঙতে গিয়েই মাথায় প্রচণ্ড আঘাত পান ইমন। তাঁর মাথায় কাচের টুকরো ঢুকে গেছে, সেলাই পড়েছে চার-পাঁচটি। কাচের টুকরো ঢুকে গেছে হাঁটুতেও। সহকর্মীরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমনকে।
‘মাই ডার্লিং’ ছবির শুটিং চলছে এফডিসির ডাবিং থিয়েটারের সামনে। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান প্রমুখ।