কঙ্গনার দর বেড়ে ৬ কোটি!
সাফল্য যখন ধারাবাহিক হয়, তারকারাও তখন চট করে নিজেদের পারিশ্রমিকের পরিমাণ বাড়াতে থাকেন। তবে তাই বলে এক লাফে একেবারে ‘দ্বিগুণ’! কঙ্গনা রানাউত তাই নাকি করছেন। বক্স অফিস ক্যাপসুলের খবর, কঙ্গনাকে কোনো ছবির জন্য সাইন করাতে নাকি এখন ছয় কোটি রুপি গুনতে হবে প্রযোজকদের।
বলিউডে নায়কদের পারিশ্রমিক এমনিতেই বেশি। যত সফল নায়িকাই হোন না কেন, তাঁদের পারিশ্রমিকের অঙ্কটা নায়কদের ধারেকাছেও থাকে না। খানদের কথা না হয় বাদই গেল। সেখানে কঙ্গনা রানাউত যে অবস্থান নিয়েছেন, তাকে সাহসী এবং প্রশংসার যোগ্য না বলে উপায় কী!
‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’—এমন কোনো আহামরি বাজেটের ছবি ছিল না সেগুলো। অথচ ব্যবসা সাফল্যে রীতিমতো টেক্কা দিয়েছে বিগ বাজেটের তারকাবহুল সব ছবিকে। এর বড় কারণ যদি বলা হয় কঙ্গনার অসামান্য উপস্থিতি এবং অভিনয়, তা একবাক্যে মেনে নেবেন অনেকেই।
এ বিষয়টি কঙ্গনা হয়তো নিজেও বুঝতে পারছেন। বলিউডের বহু তাত্ত্বিকের হিসাবমতে, আগামী দিনগুলোতে একচ্ছত্র আধিপত্য করতে যাচ্ছেন কঙ্গনা। সে জন্যই পারিশ্রমিক তিন কোটি থেকে এক লাফে ছয় কোটি। অবশ্য তাঁর সাফল্যের যে ধারাবাহিকতা, তাতে এই ডাবল বিনিয়োগ বাড়তি মনে হওয়ার কথা নয় অনেকেরই।
কিছুদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা-ইমরান খানের রোমান্টিক কমেডি ছবি ‘কাট্টি বাট্টি’।