রাহাতের ‘মাংকি বিজনেস’
আজ রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচার করা হবে এয়ারটেল নিবেদিত টেলিফিল্ম ‘মাংকি বিজনেস’। টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইরেশ যাকের, তামিম মৃধা, সাবিলা নূর ও শবনম ফারিয়া।বিশেষ এই টেলিছবিটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন পরিচালক রাহাত রহমান।
প্রশ্ন : ‘মাংকি বিজনেস’ এটা কি সত্যিই বিজনেস?
উত্তর : এটা বিজনেস, তবে সেটা টেলিফিল্মের গল্পে।
প্রশ্ন : টেলিফিল্মের নাম ‘মাংকি বিজনেস’ কেন?
উত্তর : মানুষ তো আগে বানর ছিল। সেই দর্শন থেকেই টেলিফিল্মটি আমরা নির্মাণ করেছি।
প্রশ্ন : তাহলে কি টেলিফিল্মে বানর দেখানো হবে?
উত্তর : আরে না! এখন বেশির ভাগ মানুষ মুখোশধারী। মানুষের দ্বৈত চরিত্রের টানাপড়েনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘মাংকি বিজনেস’। টেলিফিল্মটির মধ্যে হাস্যরস থাকলেও এটি শেষ হবে ভালো একটি বার্তা দিয়ে।
প্রশ্ন : নাটকটির শুটিং কোথায় হয়েছে?
উত্তর : ‘মাংকি বিজনেস’ টেলিফিল্মটি ঢাকার উত্তরা, ধানমন্ডি, তেজগাঁও সহ বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মোট ১৩ দিন শুটিং করেছি আমরা।
প্রশ্ন : টেলিছবিতে তো আজকাল গান ব্যবহার হয়। মাংকি বিজনেসেও কি গান আছে?
উত্তর : টেলিফিল্মটিতে ‘যাযাবর পাখনা’ এবং ‘মাংকি বিজনেস’ শিরোনামে দুটি গান রয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন নইরিতা ও আরাফাত মহসিন।