ত্রিভুজ প্রেমের গল্পে ‘বোঝে না সে বোঝে না’
আগামী ৮ মে সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘বোঝে না সে বোঝে না’। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর । ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে নবাগত নায়ক আকাশ খানকে দেখা যাবে রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবে।
এনটিভি অনলাইনকে আকাশ খান বলেন, ‘এটা আমার প্রথম ছবি, তাই চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করি, ছবিটি আপনাদের ভালো লাগবে। নায়িকা আঁচল আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁকে ধন্যবাদ। আমি গর্বিত যে আমার প্রথম ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর স্যার।’
আঁচল বলেন, ‘আকবর স্যার যখন আমাকে গল্পটি বলেন তখনই আমার মনে হয়েছে, আমি এই গল্পে অনেক ভালো করব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আকাশ খানকে কখনই আমার নতুন মনে হয়নি।ও অনেক ভালো অভিনয় করে। আমি খুব আশাবাদী, নতুন নায়ককে দর্শক ভালোভাবে নেবে।’
পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘আগামী ৮ মে আমরা ছবিটি মুক্তি দিচ্ছি। আকাশ নতুন নায়ক, কিন্তু ভালো করেছে। গল্পের প্রয়োজনেই নতুন ছেলে নেওয়া হয়েছে, যা দর্শক ছবিটি দেখলেই বুঝবে। আঁচলও অনেক ভালো অভিনয় করেছে। সে গল্পটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে।’
ছবিটিতে আকাশ ও আঁচল ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, বিপাশা কবির, প্রবীর মিত্র, রেহানা জলি, বড়দা মিঠু, সুশান্ত, ফকিরাসহ আরো অনেকে।