মৌসুমীকে ‘বয়স্ক’ বলায় মিশার সমালোচনা সানীর
চিত্রনায়ক ওমর সানী অনেকটা হুট করেই গতকাল রোববার ফেসবুক লাইভে এসে বর্তমান চলচ্চিত্র, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও সমিতির সভাপতিসহ কয়েকজন শিল্পী প্রসঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেন। গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় নিজের রেস্তোরাঁয় বসে তিনি এই ফেসবুক লাইভ প্রচার করেন।
শিল্পী সমিতির নির্বাচন, যৌথ প্রযোজনার ছবি ও সাফটা চুক্তি ছাড়াও ওমর সানী তাঁর স্ত্রী মৌসুমীকে ‘বয়স্ক’ বলে মন্তব্য করায় মিশা সওদাগরের উদ্দেশে কিছু কথা বলেন।
শুরুতেই ওমর সানী বলেন, ‘চলচ্চিত্রের (আমার) বয়স ২৮/২৯ হয়ে গেল। বয়স্ক মনে হচ্ছে। শিল্পীদের কোনো বয়স নেই। আমি এখনো মনে করি, পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছেন অমিতাভ বচ্চন।’
এরপর ওমর সানী বলেন, “গতকাল একটা জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। মিশা সব সময় বলে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ও আটির্স্ট হয়েছে।
মিশা, তুমি কোন জায়গা থেকে এসেছ, আমি খুব ভালো করে জানি। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের একটি ছেলে।
আমি কোনো বড়লোকের ছেলে না। বিশাল পড়াশোনা জানা ছেলেও আমি না। আমি এটা স্বীকার করে নিচ্ছি। আমি আপনাদের ভালোবাসায় ওমর সানী হয়েছি। একসময় আপনারা আমাকে ভালোবেসে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো বানিয়েছিলেন। এটা বলতে হবে, আমি আর মৌসুমী উজ্জ্বল ভাইকে বলেছিলাম, মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন, ‘মিশা আবার কেডা?’ আমি বলেছিলাম, ‘একটা ছেলে, ওকে ভিলেন হিসেবে নেন।’ তখন তোমার কী অবস্থা ছিল মিশা? ১০ হাজার টাকার আর্টিস্ট ছিলা।
তখনকার সময় আমার আর মৌসুমীর অবস্থান কোথায়!”
মৌসুমী প্রসঙ্গে ওমর সানী মিশাকে আরো বলেন, ‘মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ। এটা কি শিক্ষার যোগ্যতা? এটাকে কি শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়ো, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক অভিনেত্রী হয়, তাহলে রোজিনা আপা, অঞ্জনা আপা, চম্পা ম্যাডামের অবস্থান কোথায়? ববিতা ও শাবানা আপার কথা নাই-বা বললাম। এই তুমি শিল্পী সমিতির প্রেসিডেন্ট! এই তোমার মানসিকতা!’
মিশা ও শাকিব প্রসঙ্গে ওমর সানী বলেন, “তুমি বলেছ, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই-আড়াই বছরের মধ্যে ‘লাভ ম্যারেজ’ ছাড়া আর কী হিট ছবি আছে? একটা হিট ছবি দেখাতে পারবা? তুমি আবার বললা, শাকিব ও তুমি মিলে ৭০%। তোমাকে নিলে ৫০%। তুমি তো ভুল করছ। শাকিব ছাড়া তুমি তো জিরো।”
মিশা সওদাগর সানীকে বেকার বলে মন্তব্য করেছিলেন, সেটিরও জবাব দেন। সানী বলেন, “তুমি আমাকে বেকার বলেছ। গত তিন বছরে আমার কতগুলো ছবি মুক্তি পেয়েছে, দর্শক আপনারা ভালোভাবে জানেন। আমার সব ছবির নাম সকলে জানেন। তুমি বলেছ আমি সার্কাস করি, ওমুক করি, তমুক করি। মানলাম। তুমিও তো করো। অনেক দিন আগে প্রথম আলো থেকে ‘মাদককে না বলুন’ একটা অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছিল। আমি যাইনি, কারণ তখন সিগারেটের সঙ্গে আমি দুষ্টুমিও করতাম। এখন আমি যাব।
কারণ, এখন এসব আমি করি না। আমি হাসির পাত্র হতে চাই না। ভালোবাসার পাত্র হতে চাই।”
এফডিসিতে শিল্পী সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমী পদত্যাগ করার পর গত শনিবার নায়ক ফেরদৌস এই পদের জন্য শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে মিশা সওদাগর মৌসুমীকে ‘বয়স্ক’ বলে সম্বোধন করেন। এর কারণ হিসেবে মিশা জানিয়েছিলেন, মৌসুমীর প্রতি সম্মান রেখে তিনি তাঁকে বয়স্ক বলেছেন। কারণ ১৯৯২ সাল থেকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে তিনি কাজ শুরু করেছেন। অনেক দিন ধরে তিনি চলচ্চিত্রে কাজ করছেন। যার কারণে তিনি সব জানেন ও বোঝেন।