পরিবারের সাথে ইফতার করলেন রাজ্জাক
আজ বৃহস্পতিবার নিজের বাসায় ইফতার করেছেন নায়করাজ রাজ্জাক। গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নায়করাজকে বাসায় নেওয়া হয়। তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের মুখপাত্র ডাক্তার শাগুফা আনোয়ার। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘নায়করাজ এখন পুরোপুরি সুস্থ। তাঁকে নিয়ে ভয়ের কিছু নেই। তিনি এখন স্বাভাবিক ভাবেই চলাফেরা ও জীবনযাপন করছেন। আমরা বাসায় খবর নিয়েছি, তিনি আজ নিজের বাসায় সবাইকে নিয়ে ইফতার করেছেন।’
নায়করাজ রাজ্জাক গত ২৬ জুন সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ৭২ বছর বয়সী বাংলা চলচ্চিত্রের এই সোনালি যুগের নায়ক অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত বছর মার্চে তাঁর ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার সেটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাসায় আসেন, আবার এক সপ্তাহের মাথায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এক বছর ধরে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অভিনয় থেকেও দূরে আছেন।