জমজমাট ব্যবসা করছে ‘বজরঙ্গি ভাইজান’
যেমন প্রত্যাশিত ছিল, তেমনই শুরু করেছে ‘বজরঙ্গি ভাইজান’। সালমান খানের এই বিগ বাজেট ছবিটি গতকাল মুক্তির পর থেকে এখনো পর্যন্ত ভালোভাবে চলছে বলে জানা গেল এনডিটিভির খবরে। ‘বাহুবলি’ আর ‘বজরঙ্গি ভাইজান’-এর লড়াইটা ভালোই জমে উঠেছে বলিউড বক্স অফিসে। প্রথম দিনে ২৭ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।
একদিকে সালমানের ভক্তের সংখ্যা বিপুল। কাজেই তারা আগেভাগে প্রথম দিনের প্রথম দিককার শোর টিকেটগুলো বুকিং দিয়ে রাখবেন, এ তো জানা কথা! এদিকে সালমানের বলিউড কলিগরাও ভূয়সী প্রশংসা করে চলেছেন ছবিটির।
বেপরোয়া গাড়ি চালানো, দোষী সাব্যস্ত হওয়া, জেলবাসের শঙ্কা-এই বিষয়গুলো এই ছবির প্রতি দর্শককে আরো আগ্রহী করে তুলেছে বলে বিশ্লেষকদের মতামত। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ডিলাইট সিনেমাস’-এর ডিরেক্টর পীযূষ রাইজাদা বলেন, ‘সালমানের ছবি মানেই সুপারহিট। আমাদের সিনেমা হলে প্রথম শো হয় ১২টা থেকে সাড়ে ১২টায়। আমাদের থিয়েটারগুলো আগেভাগেই ১০০% বুক হয়ে গিয়েছে। সব কটি শোই হাউসফুল ছিল। মনে হচ্ছে পুরো সপ্তাহেই ছবিটি হাউসফুল থাকবে। ছবিটিও ব্লকবাস্টার হিট হবে ভারতজুড়ে।’
‘পিভিআর সিনেমা’র ঊর্ধ্বতন কর্মকর্তা আইএএনএসকে বলেছেন, ‘পুরো কালেকশন আমরা এখনো পাইনি, তবে ছবিটা খুবই ভালো করছে। আগাম বুকিংও ভালো চলছে। আমরা আশা করছি প্রথম সপ্তাহেই ছবিটি ১০০ কোটি রুপির সীমানা ছাড়িয়ে যাবে।’
‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। একটি নির্বাক পাকিস্তানি শিশুকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এক হিন্দু যুবকের অভিযানের গল্প ফুটে উঠেছে এই ছবিতে।