তারকারা কীভাবে বলবেন ‘ভালোবাসি’?
‘সখী ভালোবাসা কারে কয়?’ ভালোবাসার সংজ্ঞা কবিগুরু নিজেই হয়তো খুঁজে পাননি। আপনি পেয়েছেন কি? আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার দিবসে আপনি নিশ্চয়ই আপনার প্রিয়জনকে ভালোবাসার কথা জানিয়েছেন। হয়তো আপনার মনের অগোচরে জানতে ইচ্ছে হচ্ছে আপনার প্রিয় তারকা তাঁর ভালোবাসার মানুষকে কীভাবে বলছেন, ‘ভালোবাসি’? আপনাদের প্রিয় সাত তারকা এনটিভি অনলাইনকে বলেছেন, কীভাবে তাঁরা ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসার কথা জানাবেন।
সজল
অভিনেতা
তোমাকে কাছ থেকে দেখতে পাওয়া অভ্যস্ততা। এই অভ্যস্ততাটা সারা জীবন চাই।
শানু
অভিনেত্রী
চিরকুটে লিখেছি ‘আমি তোমাকে ভালোবাসি’।
মম
অভিনেত্রী
‘ছুঁয়ে দাও মন’।
মৌসুমি হামিদ
অভিনেত্রী
হাতে হাত রেখে বলেছি ‘ভালোবাসি’।
লিজা
সংগীতশিল্পী
‘গানে গানে প্রকাশ করেছি ভালোবাসার কথা’।
স্পর্শিয়া
মডেল ও অভিনেত্রী
‘চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলেছি’।
কল্যাণ
মডেল ও অভিনেতা
‘আমি তোমার নাতির দাদু হতে চাই’।