ধারাভাষ্যকার অমিতাভ বচ্চন
অ্যাডিলেডে চলছে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে অভিষেক ঘটেছে এক নতুন ভারতীয় তারকার। তবে তিনি ক্রিকেটের নন, বড় পর্দার বড় তারকা। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ধারাভাষ্যকারের ভূমিকায় প্রথমবারের মতো অবতীর্ণ হয়েছেন ক্রিকেটের এই মহাযজ্ঞে।
বলিউডের এই খ্যাতিমান বর্ষীয়ান অভিনেতা যুক্ত হয়েছেন হর্ষ ভোগলে, কপিল দেবদের মতো খ্যাতিমান ধারাভাষ্যকারদের সাথে। বার্তা সংস্থা আইএএনএস থেকে জানা গেল, নিজের এই ভূমিকা নিয়ে বেশ উত্তেজিত অমিতাভ। সেই সাথে এ নিয়ে মজাও করেছেন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে- ‘আমি খেলা দেখলে বেশির ভাগ সময়ই ভারত হেরে যায়। তাই ভাবছি আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব (ধারাভাষ্য প্রসঙ্গে), যাতে করে ভারত ম্যাচটা জিততে পারে।’
তবে ক্রিকেটের মহারণে এই ধারাভাষ্যের ভূমিকা নেহাত শখ করে নয় আসেননি বিগ বি। এর সাথে যুক্ত সেই বড় পর্দারই প্রচারণা! বিগ বির নতুন ছবি ‘শমিতাভ’ আর স্টার স্পোর্টসের মধ্যে যৌথ কার্যক্রমেরই একটি অংশ হিসেবে অমিতাভের কমেন্টারি বক্সে বসা। ছবির পরিচালক আর বালকৃষ্ণন অমিতাভের এই ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হওয়া নিয়ে বললেন অনেক কথা, ‘বচ্চন সাহেবের কণ্ঠস্বর আমার ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর কণ্ঠস্বরের সাথে ছবির প্লট বিশেষভাবে সম্পৃক্ত। আমার একটা ব্যাপার মনে হয় যে উনার (অমিতাভ বচ্চন) কণ্ঠস্বরের মাধ্যমে সম্ভব নয়, এমন কোনো বিষয় হতেই পারে না। লাখ লাখ দর্শকও এ ব্যাপারে নিশ্চয়ই একইভাবে বলবেন। বিভিন্ন ছবিতে তিনি নেপথ্যে কণ্ঠ দিয়েছেন, এমনকি প্রামাণ্যচিত্র এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন ভিডিওতেও। ধারাভাষ্যের কাজটিই তিনি এর আগে কখনো করেননি।’
ভরাট কণ্ঠস্বরের এই তারকাকে ধারাভাষ্যে নিয়ে আসার পেছনে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন পরিচালক। এতে একই সাথে ‘শমিতাভ’-এর প্রচারণার কাজটা ভালো হবে, সাথে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও এটি ভালো অবদান রাখবে। অন্য যেকোনো কিছুর থেকে অমিতাভ বচ্চন আর লতা মুঙ্গেশকরের কণ্ঠস্বর ভারত-পাকিস্তানকে ভালোভাবে একতাবদ্ধ করে।
‘শমিতাভ’ ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন ধানুশ এবং অক্ষরা হাসান। ৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে।