আল্লাহ চাইলে সব সম্ভব, স্বপ্ন পূরণ হলো : জেসিয়া
ছোটবেলা থেকেই কখনো সাধারণ মেয়ে হতে চাননি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। সব সময়ই চেয়েছেন সবাই তাঁকে চিনবে, বিশ্বে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এনটিভি অনলাইনকে এসব কথা বলেন সদ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত জেসিয়া।
সন্ধ্যায় এই প্রতিবেদক যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগীদের জন্য নির্ধারিত মেকআপ রুমে যান, তখন মঞ্চে আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তাঁরা। এ সময় এনটিভি অনলাইনের কাছেই প্রথম বিজয়ী হওয়ার খবর পান জেসিয়া।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে কেমন লাগছে জানতে চাইলে জেসিয়া বলেন, ‘ভীষণ ভালো লাগছে। আমি আমার জাজ এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ সময় বিচারকদের জন্য ভালোবাসাও প্রকাশ করেন তিনি।
বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কেমন প্রস্তুতি নেবেন? এই প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘যতটুকু হার্ডওয়ার্ক করা দরকার করব। আমি আমার বেস্ট পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’
যেদিন প্রথম রানারআপ হন সেদিন তাঁর স্বপ্ন ভেঙে গিয়েছিল জানিয়ে জেসিয়া বলেন, ‘কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব। তিনিই সবকিছুর পরিকল্পনাকারী। এতকিছুর পরেও আমার সেই স্বপ্ন পূরণ হলো।’
জেসিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চাইতেন। তিনি বলেন, ‘জেসিয়া ইসলাম কোনো সাধারণ মেয়ের নাম হবে তা কখনো চাইনি। আমি চেয়েছি সবাই জেসিয়া ইসলামকে চিনবে, সে দেশের প্রতিনিধিত্ব করবে। আমি সাধারণ মেয়ে হয়ে ঘরে বসে থাকতে চাইনি।’
প্রথমে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলেন জেসিয়া। তবে তার আগেই অংশ নেন লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায়। আর হয়ে যান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
ব্রিটিশ কাউন্সিলের অধীনে এ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই সুন্দরী। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যেতে চান মডেলিং ও অভিনয়। তবে এর মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দেবেন জানতে চাইলে তিনি বলেন, মডেলিংটাই তাঁকে বেশি টানে। অভিনয়ও করতে চান। এই দুই মাধ্যমে কাজ করেই দেশের নাম উজ্জ্বল করতে চান এই সুন্দরী।