সাকিবের খেলা আমার অনেক ভালো লাগে: অনিমেষ আইচ
এ প্রজন্মের জনপ্রিয় পরিচালক অনিমেষ আইচ। সম্প্রতি মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত প্রথম ছবি ‘জিরো ডিগ্রি’। ছবি মুক্তির পর পরই আলোচনায় এসেছে ‘জিরো ডিগ্রি’ ছবিটি। এই ছবি দেখতে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও হলমুখী হয়েছেন ছবিপ্রেমীরা। ‘জিরো ডিগ্রি’ ছবির নানা দিক নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন অনিমেষ আইচ।
প্রশ্ন : ‘জিরো ডিগ্রি’ ছবির দর্শক কেমনভাবে নিয়েছে?
উত্তর : এই ছবির দর্শক আসলে সব শ্রেণীর নয়। আমরা এই ছবি তৈরি করেছি মধ্যবিত্ত শ্রেণির জন্য। যারা এখন পড়াশোনা করছে তাদের জন্য এই ছবি। ছবিপ্রেমীরাই যাবে এই ছবি দেখতে। তবে আমি চাই না এই ছবি রিকশাওয়ালারা দেখতে যাক। কারণ এই ছবি তাদের জন্য নয়।
দর্শক আসলে ছবি দেখতে যায় গল্পের টানে। ছবিটিতে একটা টান টান গল্প রয়েছে।
প্রশ্ন : ‘জিরো ডিগ্রি’ ছবিতে অশ্লীলতার অভিযোগ উঠেছে। আপনি বিষয়টি কীভাবে দেখছেন?
উত্তর : ছবির চিত্রনাট্যের জন্য আমাকে যে দৃশ্যধারণ করতে হয়েছে আমি তাই করেছি। আমি এটাকে অশ্লীলতা বলব না।
প্রশ্ন : ‘জিরো ডিগ্রি’ চিত্রনাট্য আপনি কোন সময় লিখেছেন?
উত্তর : আমার এক বন্ধু শাহাদত হাসান সাত বছর আগে আমাকে একটা গল্প সংক্ষেপ বলেছিল ধারবাহিক নাটকের জন্য। তখন আমি তাঁকে বলি এটা ছবি হলেই ভালো হবে। আমি সেই গল্পের ভাবনাটা নিয়ে পরে চিত্রনাট্য লিখি। আমি সাধারণত সকাল বেলা চিত্রনাট্য লিখি। ‘জিরো ডিগ্রি’ চিত্রনাট্যও সকালবেলা লিখেছি।
প্রশ্ন : ছবির নাম ‘জিরো ডিগ্রি’ হলো কেন?
উত্তর : ছবির গল্পটি যখন শেষ হয় তখন আসলে জিরোতে এসেই পৌঁছায়।
আমি একটা ঘটনা বলি। উত্তরায় আমি ছবির শুটিং করছি। হঠাৎ এক সাধারণ দর্শক এসে বলেন, “ভাই ছবির নাম কী? আমি বলি ‘জিরো ডিগ্রি’। তখন তিনি বলেন, এটা আবার কেমন নাম? মনে হচ্ছে জ্বর জ্বর একটা ভাব আছে।”
প্রশ্ন : ‘জিরো ডিগ্রি’ ছবির শুটিং অভিজ্ঞতা কী রকম ছিল?
উত্তর : ভালো-মন্দ দুই-ই ছিল।ছবির একটি দৃশ্যে কয়েকজন শিল্পীকে রক্তমাখিয়ে ছয়-সাত ঘণ্টা রাখতে হয়েছে। তাঁরা একদম নড়াচড়া করতে পারেনি।এটা ছবির দৃশ্যের প্রয়োজনেই আমরা করেছি।
প্রশ্ন : ছবিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেট খেলা দেখানো হয়েছে। এটা কি আপনারা সরাসরি ধারণ করেছিলেন?
উত্তর : হ্যাঁ এই দৃশ্য আমরা মাঠে গিয়েই ধারণ করেছি। আসলে এটা পাগল ছাড়া আর কারো করার কথা নয়। ২০১৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের হোম সিরিজ খেলার সময় আমরা ছবির জন্য দৃশ্যটা ধারণ করে রেখেছিলাম।
প্রশ্ন : কীভাবে শুটিং করেছিলেন?
উত্তর : আমরা বিসিবির কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। এটা করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল। আমরা এই দৃশ্য ধারণ করার জন্য অনেক ভালো ক্যামেরা ব্যবহার করেছিলাম।
প্রশ্ন : আপনি কি ক্রিকেট পছন্দ করেন?
উত্তর : আমি ক্রিকেট অনেক পছন্দ করি। নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখি। সাকিব আল হাসানের খেলা আমার অনেক ভালো লাগে।
প্রশ্ন : এখন ছবির প্রচার ইউটিউব এবং ফেসবুকে করা হয়। আপনি এই বিষয়টি কীভাবে দেখেন?
উত্তর : আমার মনে হয় যারা সারাক্ষণ ইউটিউব ও ফেসবুকে বসে শুধু লাইক আর কমেন্ট দেয় তাঁরা বেশির ভাগই ছবি দেখতে যায় না।