বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ জাফর পানাহির ‘ট্যাক্সি’
গুণের কদর নিজ দেশে পাননি, উল্টো নিষেধাজ্ঞার খড়গ পড়েছে তাঁর ছবির ওপর। অবশ্য তা নিয়ে আর বিশেষ মাথা না ঘামালেও পারেন জাফর পানাহি। ইরানের এই প্রতিভাধর পরিচালকের ছবি ‘ট্যাক্সি’ বার্লিন চলচ্চিত্র উৎসবের ৬৫তম আসরে জিতে নিয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মানসূচক স্বর্ণ ভল্লুক বা ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার। সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন রাডু জুড (আফেরিম!) এবং মালগোজাতা শুমাওস্কা (বডি)। অন্যদিকে, ‘৪৫ ইয়ারস’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা আর অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন টম কোর্টনে ও শার্লট র্যাম্পলিং। হিটফিক্স থেকে জানা গেল, ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে জুরিবোর্ডের প্রধান ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কি।
এক নজরে দেখে নিন বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরষ্কারপ্রাপ্তদের তালিকা-
১. গোল্ডেন বিয়ার ( সেরা ছবি)- জাফর পানাহি (ট্যাক্সি)
২. সিলভার বিয়ার (গ্র্যান্ড জুরি পুরস্কার)- পাবলো লারেইন (এল ক্লাব)
৩. সিলভার বিয়ার ( সেরা পরিচালক)- রাডু জুড (আফেরিম!), মালগোজাতা শুমাওস্কা (বডি)
৪. সিলভার বিয়ার ( সেরা অভিনেতা)- টম কোর্টনে (৪৫ ইয়ারস)
৫. সিলভার বিয়ার ( সেরা অভিনেত্রী)- শার্লট র্যাম্পলিং (৪৫ ইয়ারস)
৬. সিলভার বিয়ার ( সেরা চিত্রনাট্য)- পাত্রিসিও গুজমান (দ্য পার্ল ইয়ারস)
৭. সিলভার বিয়ার (আলফ্রেড বাউয়ের প্রাইজ)- ইক্সকানুল
৮. সিলভার বিয়ার (ক্যামেরা, সম্পাদনা, সঙ্গীত, পোশাক ও ডিজাইন)- স্টার্লা ব্রান্ডথ্ গ্রোভলেন (ভিক্টোরিয়া), সের্গেই মিখালচুক ও ইয়েভগিনি প্রিভিন (আন্ডার ইলেকট্রিক ক্লাউডস)
৯. সেরা প্রথম ফিচার অ্যাওয়ার্ড- গ্যাব্রিয়েল রিপস্টিন (৬০০ মাইলস)
১০. অডিও শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড- মমোকো সেতো (প্ল্যানেট সিগমা)
১১. গোল্ডেন বিয়ার (সেরা শর্টফিল্ম)- নে ইউং-কিল (হোসানা)
১২. সিলভার বিয়ার জুরি প্রাইজ (শর্টফিল্ম)- ব্যাড অ্যাট ড্যান্সিং