‘সুরাইয়া’র জন্য নাচলেন লিজা
লিজার শ্রোতারা তাঁকে সংগীতশিল্পী হিসেবেই জানেন। লিজা ভালো নাচতেও জানেন।এটা কি আপনি জানেন? হয়তো এটাও এখন জানেন। ভালোবাসা দিবস উপলক্ষে লিজার নতুন গান ‘সুরাইয়া’র মিউজিক ভিডিওতে লিজাকে প্রথমবারের মতো নাচতে দেখা গেছে। ‘সুরাইয়া’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন আরেফিন রুমী এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
লিজা বলেন, ‘ছোটবেলায় গানের পাশাপাশি আমি নাচও করতাম। এই গানটির মিউজিক ভিডিওর জন্য আবার নাচ করলাম। শুটিংয়ের আগে পুরো পাঁচ দিন আমি নাচের অনুশীলন করেছি। পুরো কাজটি করতে সংগীতশিল্পী কনা আপু আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সত্যিই অবাক আমার শ্রোতারা স্বল্প সময়ের মধ্যেই মিউজিক ভিডিওটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। গানটি অনলাইনে ছাড়ার পর আমি অনেক সাড়া পাচ্ছি।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘গানটির সুর আরেফিন রুমী আগেই করে রেখেছিলেন। আমি সুর শোনার পর মাত্র ঘণ্টা দেড়েকের মধ্যে গানটি লিখি। গানটি প্রচারের পর এত বেশি সাড়া পাব এটা আসলে কল্পনা করতে পারিনি।’
‘সুরাইয়া’ গানটি অনলাইন, ইউটিউবসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।