ফলোআপ
বারান্দা আর ভাড়া দেবে না এফডিসি
‘বারান্দাও ভাড়া দিচ্ছে এফডিসি, শুটিংয়ে সমস্যা’ শিরোনামে গতকাল মঙ্গলবার এনটিভি অনলাইনের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, ২৪ ঘণ্টা পার না হতেই বিষয়টি আমলে নিয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। চলচ্চিত্র নির্মাণ ও শুটিংয়ে যেন কোনো সমস্যা না হয়, সেটার জন্য সব ব্যবস্থা করা হবে বলে তিনি এনটিভি অনলাইনকে জানান।
আমির হোসেন বলেন, ‘এফডিসি জনগণের সম্পদ। এটি নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রের কাজ করার জন্য। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে সবার সাথে কথা বলে সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। গতকাল এনটিভি অনলাইনে বারান্দা ভাড়া দেওয়ার খবরটি দেখেছি। আমি আসলে সব সময়ই এফডিসিতে ঘুরে বেড়াই, কিন্তু কখনো আমার বিষয়টি চোখে পড়েনি। আমি আমাদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি- এই বিষয়ে ব্যবস্থা নিতে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে বারান্দাটা খালি হয়ে যাবে। যদি কারো শুটিংয়ে সমস্যা হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত।’
আমির হোসেন আরো বলেন, ‘আসলে চলচ্চিত্র নির্মাণ করতে আমাদের আর কী কী সমস্যা আছে তা নিয়ে আমি যেমন নিয়মিত বৈঠক করছি, আশা করি সংবাদ মাধ্যমও গঠনমূলক কথা বলে আমাদের সাহায্য করবে। যেহেতু এই সংগঠন শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করার জন্য নির্মাণ হয়েছে, আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এফডিসিকে চলচ্চিত্রের জন্য তৈরি করতে।’
এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলার পর পরই আমির হোসেন বারান্দা থেকে সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশনা দেন এফডিসির কর্মকর্তা মহিউদ্দিন আহমেদকে। পরে মহিউদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি আট নম্বর ফ্লোরের বারান্দার মাল সরানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আমরা জায়গা দেখছি, খুব তাড়াতাড়ি এগুলো সরিয়ে নেব।’
বিষয়টি শুনে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পরিচালক শফিক হাসান বলেন, ‘গতকাল নিউজ হলো আর আজ ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক, এটা আমাদের কাছে আশাব্যঞ্জক। এফডিসির অন্য সমস্যাগুলোও যদি এভাবে সমাধান করা হয়, তা হলে আমরা এখানে কাজ করতে আগ্রহী হব।’