পরীর যুগ কি শুরু হলো?
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট এবং তার পরের সপ্তাহে, ২১ আগস্ট মুক্তি পাবে ফারুক ওমর পরিচালিত চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’, সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার, ৪ তারিখ মুক্তি পাচ্ছে আলোচিত ছবি ‘রানা প্লাজা’। সব ছবিতেই নায়িকা হিসেবে রয়েছেন পরীমনি। তাই বলাই যায়, আসছে কয়েক মাস প্রেক্ষাগৃহ থাকবে পরীমনির দখলে।
ছবি মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমনি। মডেলিং থেকে ছোটপর্দায়, তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। ‘ভালোবাসা সীমাহীন’ পরীর প্রথম চলচ্চিত্র। প্রথম ছবির শুটিং চলার সময়ই হাতে আসতে থাকে একাধিক ছবি। বর্তমানে অনেক ছবির শুটিং, ডাবিং নিয়ে তিনি ব্যস্ত। এসব ছবির মধ্যে ‘পুড়ে যায় মন’ ‘নদীর বুকে চাঁদ’, ‘ধূমকেতু’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘ইনোসেন্ট লাভ’, ‘সোনাবন্ধু’ ইত্যাদি উল্লেখযোগ্য। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রানা প্লাজা’ ও ‘মহুয়া সুন্দরী’। শাকিব খান থেকে শুরু করে বাপ্পি, সাইমন, আরজু সবার সঙ্গেই কাজ করছেন পরীমনি। আশা করছেন সবার সঙ্গেই তিনি সাফল্য এবং দর্শকের ভালোবাসা পাবেন।
পরীর এই উড়ে চলা প্রসঙ্গে প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘চলচ্চিত্রে একেক সময়, একেক জন সুপার স্টার হাল ধরেছেন। এর আগে নায়িকাদের মধ্যে কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর দর্শকদের চাহিদা পূরণ করেছেন। তাঁদের মধ্যে অনেকের নামের ওপর ভর করে ছবি চলেছে। মাঝখানে ছবিতে অশ্লীলতার কারণে নতুন কেউ দাঁড়াতে পারেননি। পরবর্তী সময়ে নির্ভর করার মতো কোনো নায়িকা তেমনভাবে দেখা যায়নি। অনেকদিন পর আমরা একজন নায়িকা পেয়েছি- যাকে নিয়ে পরিচালকরা স্বপ্ন দেখছেন। এরই মধ্যে অর্ধশত ছবিতে পরী কাজ করেছেন। চলচ্চিত্রের লোকজন তাঁকে আপন করে নিয়েছে। আমরা আশা করব দর্শকরাও সমানভাবে তাঁকে গ্রহণ করবেন।’
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এই ছবিতে কাজ করার সময় আমি অবাক হয়েছি। নতুন একটা মেয়ে এত সাবলীল অভিনয় করে কী করে? প্রত্যেক শটে তাকে পারফেক্ট মনে হয়েছে। কেন তাকে নিয়ে সব পরিচালক কাজ করছেন, আমি তাকে নিয়ে কাজ না করলে বুঝতে পারতাম না। কাজের প্রতি সে যদি এ রকম মনোযোগী থাকে- তাহলে এ দেশের চলচ্চিত্র অনেক কিছু পাবে।’
প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দি পরী সম্পর্কে বলেন, ‘একেক যুগে একেকজন নায়িকার যুগ চলেছে। চলচ্চিত্রে এবার শুরু হলো নায়িকা পরীর যুগ। সারা বছর, কোন হলে কোন ছবি চলবে, এই নিয়ে বছরজুড়েই প্রযোজক, পরিচালকদের সাথে আমার কথা হয়। যত ছবি নিয়ে কথা হচ্ছে তার বেশির ভাগ ছবির নায়িকাই এই পরীমনি। চলতি মাস থেকে আগামী কয়েক মাসই পরীর সিনেমা দেখা যাবে হলে। এ নায়িকার আগে দুটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো সময় অনুযায়ী ভালো চলেছে। কারণ কয়েক মাস আগে মানুষ ঘর থেকে বের হতে সাহস পেত না, চারদিকে পেট্রলবোমা আতঙ্ক ছিল। তারপরও ছবিগুলো ভালো ব্যবসা করেছে। আর সামনে যে ছবিগুলো হলে আসছে, সেগুলো দেখেছি অনেক ভালো কাজ হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র আরেকজন নায়িকা পেল, যে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে।’
নৃত্য পরিচালক জাকির হোসেন বলেন, ‘মেয়েটার ভাগ্য অনেক ভালো, কারণ একটা ছবির শুটিং চলার সময়ই সবার দৃষ্টি আকর্ষণ করতে পারা বিরল ঘটনা। এর আগে কোনো নায়িকাকে নিয়ে এত বেশি পরিচালক একসঙ্গে কাজ করেননি। কাজের প্রতি মনোযোগ আছে বলে পরীমনিকে নিয়ে পরিচালকরা করতে আগ্রহী হয়েছেন।’
চলচ্চিত্র ছাড়াও আজকাল পরীমনির দুটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার হচ্ছে। সারা দেশেই ঝুলছে বিজ্ঞাপনের বিলবোর্ড। এরই মধ্যে একের পর এক মুক্তি পাচ্ছে পরীর ছবি। কাজেই এ কথা তো বলাই যায়- শুরু হচ্ছে পরীর যুগ!