‘ভালোবাসার চ্যালেঞ্জ’ স্থগিত
ভালোবাসা তো কেবলই ভালোবাসা নয়, যুদ্ধও বটে। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্যই চ্যালেঞ্জ নিয়ে জমে উঠেছে ‘ভালোবাসার চ্যালেঞ্জ’ ছবির গল্প। মাহি কথাচিত্রের পরিবেশনায় এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর মুক্তির তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫ জুন। রোমান্টিক অ্যাকশনধর্মী এই ছবি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান আর পরিচালনা করেছেন আব্দুল মান্নান।
ছবিটির প্রযোজক মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে জানান, বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণেই মুক্তির সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। ৫ জুন ছবি মুক্তির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন ‘২০ জুনের দিকে রোজা থাকবে, তখন মানুষ একটু সস্তিতে থাকবে, ঈদের একটা আমেজে থাকবে মানুষ। এখন দেশের বর্তমান যে অবস্থা, তাতে ছবি মুক্তি দিলে টাকা তুলে আনা সম্ভব নয়।’
পরিচালক আবদুল মান্নান বলেন, ‘ভালোবাসা নিয়ে অনেক ছবি হয়েছে। আমার ছবিটি ব্যতিক্রম, গতানুগতিক প্রেমের ছবি দেখে দর্শক যখন বিরক্ত ঠিক এই সময় এমন একটি ছবি দর্শক চাহিদা পূরণ করতে সক্ষম হবে। প্রেম কীভাবে শক্তিতে পরিণত হয় এটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে।’
এই ছবিতে অভিনয় করেছেন চাঁদনী, রাজ নিলয়, রাবিনা বৃষ্টি, আরিয়ান প্রমুখ। এ ছাড়া আছেন ইলিয়াস কোবরা, হাবিব খান, গাংগুয়া, সুব্রত, যাদু আজাদ, দুলারী, রীনা খান, জ্যাকি ও ববি। একটি আইটেম গান নিয়ে থাকছেন সময়ের আলোচিত আইটেম গার্ল বিপাশা কবির।