একই পর্দায় ইরফান খান ও টম হ্যাঙ্কস
হলিউডের বড় পর্দায় প্রায়ই দেখা মেলে ইরফান খানের। সে ধারাবাহিকতায় তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরেকটি হলিউডি ছবি, নাম যার ‘ইনফার্নো’। ড্যান ব্রাউনের সাড়া জাগানো থ্রিলার ‘ইনফার্নো’ অবলম্বনে নির্মিতব্য এই ছবিতে ইরফান অভিনয় করতে যাচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসের সাথে। এই ছবিতে আরেক জনপ্রিয় তারকা ফেলিসিটি জোনসও থাকছেন বলে জানা গেছে এনডিটিভির খবরে।
ড্যান ব্রাউনের বিখ্যাত চরিত্র রবার্ট ল্যাংডনের ভূমিকাতে এবারেও দেখা যাবে টম হ্যাঙ্কসকে। ২০০৬ সালে চিহ্ন বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডনের চরিত্রে ‘দ্য ডা ভিঞ্চি কোড’ দিয়ে পর্দা মাতিয়েছিলেন টম, এরপর ২০০৯ সালে মুক্তি পায় ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’। ‘ইনফার্নো’ হতে যাচ্ছে রবার্ট ল্যাংডন সিরিজের তৃতীয় ছবি। সিরিজের আগের দুটি ছবির মতো এবারেও পরিচালকের চেয়ারে বসছেন রন হাওয়ার্ড।
বলিউডের গুণী অভিনেতা ইরফান খান এর আগে ‘দ্য নেমসেক’, ‘এ মাইটি হার্ট’, ‘স্লামডগ মিলিওনিয়ার’, ‘নিউইয়র্ক, আই লাভ ইউ’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘লাইফ অব পাই’-এর মতো হলিউডের জনপ্রিয় কিছু ছবিতে অভিনয় করেছেন। এ বছরের ১২ জুনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত আরেকটি হলিউডি ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
তবে ইরফান বা টমের দেখা পেতে একটু লম্বা সময়ই অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ১৪ অক্টোবর!