‘গোল্ডেন কেলা’র মনোনয়নে এগিয়ে ‘হামশকলস’
ফালতু আর পচা ছবিরও পুরস্কার জোটে না কি? জোটে বৈকি! হলিউডে সারা বছরের সবচেয়ে ‘অখাদ্য’ ছবিগুলোর জন্য রয়েছে ‘গোল্ডেন র্যাস্পবেরি অ্যাওয়ার্ড’, বলিউডে সেই ধারাতেই চালু হয়েছে ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড’! এই লজ্জাজনক ‘স্বর্ণকলা’ প্রাপ্তির দৌঁড়ে বলিউডে এ বছর সবচে’ এগিয়ে ‘হামশকলস’। এনডিটিভির খবরে আরো জানা গেল, প্রভুদেবার ‘অ্যাকশন জ্যাকসন’ এই ‘লড়াই’য়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে।
আগামী মাসের ১৪ তারিখ সপ্তমবারের মতো বসতে যাচ্ছে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড। প্রতিবারের মতো এবারও বলিউডে মুক্তিপ্রাপ্ত বছরের নিকৃষ্টতম ছবিগুলোকে ‘সম্মাননা’ জানানো হবে এ আয়োজনে।
‘হামশকলস’ ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান, রিতেশ দেশমুখ, বিপাশা বসু, রাম কাপুর, তামান্না ভাটিয়া ও এষা গুপ্তা। গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতেই ‘মনোনয়ন’ জুটেছে ছবিটির! নিকৃষ্টতম ছবি, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে প্রায় একই ভাগ্য হয়েছে ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিরও। ‘অ্যাকশন জ্যাকসন’-এ অভিনয় করেছেন অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা।
নিকৃষ্টতম ছবির ক্যাটাগরিতে মনোনীত অন্যান্য ছবিগুলো ২০১৪ সালে দারুণ ব্যবসাসফলও ছিল বটে। এ তালিকার অন্য ছবিগুলো হচ্ছে সালমান খানের ‘কিক’, হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’।
নিকৃষ্টতম অভিনেতা হওয়ার জন্য ‘লড়ছেন’ সাইফ আলী খান, অজয় দেবগন, অর্জুন কাপুর (গুন্ডে), সালমান খান। মজার ব্যাপার হলো, ‘অভিনেতা’ ক্যাটাগরিতেই স্থান পেয়েছেন রানি মুখার্জি (ম্যরদানি)!
নিকৃষ্টতম অভিনেত্রী হওয়ার ‘যুদ্ধ’ হচ্ছে এবার ক্যাটরিনা কাইফ (ব্যাং ব্যাং), সোনম কাপুর (সমস্ত ছবির জন্য!), তামান্না ভাটিয়া (এন্টারটেইনমেন্ট), জ্যাকলিন ফার্নান্দেজ (কিক) ও সোনাক্ষী সিনহার (অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা, হলিডে) মধ্যে।
নিকৃষ্টতম পরিচালক হতে যাচ্ছেন সাজিদ খান (হামশকলস), প্রভুদেবা (অ্যাকশন জ্যাকসন), রোহিত শেঠি (সিংহাম রিটার্নস), সাজিদ নাদিয়াদওয়ালা (কিক), সোহেল খান (জয় হো) অথবা সিদ্ধার্থ আনন্দ (ব্যাং ব্যাং), দেখা যাক তাঁদের মধ্যে ‘ভাগ্যবান’ কে হন!
অন্যান্য মনোনয়ন
সবচেয়ে বিরক্তিকর গান- সানি সানি (ইয়ারিয়াঁ), ইয়ার না মিলে (কিক), বেবি ডল (রাগিনী এমএমএস ২), গ্যলিয়া (এক ভিলেন), তু মেরি (ব্যাং ব্যাং)।
জঘন্য গানের কথা- কলার টিউন (হামশকলস-সমীর), আইসক্রিম (দ্য এক্সপোজ-শাব্বির আহমেদ), সানি সানি (ইয়ারিয়াঁ-ইয়ো ইয়ো হানি সিং), তু মেরি (ব্যাং ব্যাং-বিশাল দাদলানি) এবং জনি জনি (এন্টারটেইনমেন্ট-ময়ূর পুরি)
ফালতু নবাগত- টাইগার শ্রফ (হিরোপান্তি), দ্য এক্সপোজ গার্লস (দ্য এক্সপোজ), কার্তিক তিওয়ারি ও মিষ্টি (কাঞ্চি), ডেইজি শাহ (জয় হো) এবং ইয়ারিয়াঁ ছবির সবাই।
বিশেষ ‘বাওরা হো গ্যেয়া হ্যায় কে’ অ্যওয়ার্ড- রাজ এবং ডিকে (হ্যাপি এন্ডিং), অভিষেক শর্মা (দ্য শওকিনস), নওয়াজউদ্দীন সিদ্দিকী (কিক), রাম কাপুর ও সাইফ আলী খান (হামশকলস) এবং শশাঙ্ক ঘোষ (খুবসুরত)
অনর্থক রিমেক/সিক্যুয়েল- শাদি কে সাইড এফেক্টস, রাগিনী এমএমএস ২, সিংহাম রিটার্নস, ব্যাং ব্যাং, খুবসুরত, দ্য শওকিনস, ভূতনাথ রিটার্নস এবং হেট স্টোরি ২।
‘হোয়াই আর ইউ স্টিল ট্রাইং’ অ্যাওয়ার্ড- সোনম কাপুর, জ্যাকি ভ্যগনানি, হিমেশ রেশামিয়া, সুভাষ ঘাই, আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম।
আসছে মার্চ মাসের ১৪ তারিখে এই ‘স্বর্ণকলা’ প্রদান অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে। কার কপালে কী পরিমাণে ‘কলা’ জোটে, সেটা এখন দেখার বিষয় বটে!