আবার প্যারোলে মুক্তি পাচ্ছেন সঞ্জয়
এক মাসের জন্য আবারো প্যারোলে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্ত। মেয়ের নাকের অপারেশনের জন্য সাময়িকভাবে এই মুক্তি পাচ্ছেন সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয়। বারবার প্যারোলে সঞ্জয়ের মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
গত বছরের ডিসেম্বরে প্যারোলে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। সে সময়ে প্যারোলের সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলেন তিনি। তবে তাঁর আবেদন নাকচ করে দেন আদালত। ২০১৩ সালের মে মাস থেকে ২০১৪ সালের পুরো সময় পর্যন্ত ১১৮ দিন জেলহাজতে থাকেন সঞ্জয় দত্ত।
১৯৯৩ সালে মুম্বাই হামলার সময় বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০০৭ সালে সঞ্জয়কে ছয় বছরের কারাদণ্ড দেন আদালত। ১৮ মাস সাজা খেটে জামিনে মুক্তি পান সঞ্জয়। কিন্তু ২০১৩ সালের মার্চে আবারো তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তার পর থেকে শুরু হয় সঞ্জয়ের জেলজীবনের দ্বিতীয় অধ্যায়।
সর্বশেষ ২০১৪ সালে রাজকুমার হিরানির ‘পিকে’ ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে।