ইতালি, মরিশাস যাচ্ছি : পুতুল
এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ত কণ্ঠশিল্পী পুতুল। ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের এই তারকা এ মাসের শেষের দিকে প্রবাসী বাঙালিদের এক আয়োজনে অংশ নিতে ইতালি যাচ্ছেন। সেখান থেকে দেশে ফিরে গান গাইতে আবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস যাবেন তিনি।
এনটিভি অনলাইনকে আজ বৃহস্পতিবার পুতুল বলেন, ‘এই মুহূর্তে মঞ্চেই বেশি ব্যস্ত আমি। তবে দেশের বাইরে যাচ্ছি এ মাসের শেষে। প্রবাসী বাঙালিদের আয়োজনে ইতালিতে শো আছে। ওখান থেকে দেশে ফেরার পর আবার মরিশাসে শো আছে। দুটিই চার পাঁচদিনের ট্যুর।’
পুতুল জানালেন, গত বছরের শেষ দিনে ইতালিতে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। নানা কারণে সেটা পিছিয়ে এ মাসের শেষে এসে পড়েছে। ইতালিতে তিনি একা যাচ্ছেন না। বাংলাদেশ থেকে বেশ বড় একটি দল যাচ্ছে। এর মধ্যে রয়েছে চলচ্চিত্রের অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নাটকের শিল্পীসহ আরো অনেকে।
গত ২৫ ডিসেম্বর বের হয় পুতুলের চতুর্থ একক অ্যালবাম ‘পুতুলগান : দ্বিতীয় অধ্যায়’। ওই অ্যালবাম সম্পর্কে পুতুল বলেন, ‘খুব ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে অনলাইনে গানগুলো দেওয়ার পর অনলাইনের মাধ্যমেই সবার বেশি ফিডব্যাক পেয়েছি। কারণ অ্যালবাম কিনে শোনার মানসিকতা বা প্রবণতা বা অভ্যাস কোনোটাই এখন মানুষের মধ্যে নেই।’
পুতুল আগেই ঘোষণা দিয়েছিলেন, দুই বছর পরপর একক অ্যালবাম বের করবেন। সেই কথারই যেন পুনরাবৃত্তি করলেন এই ক্লোজআপ ওয়ান তারকা, ‘সামনের দুই বছরের মধ্যে আর একক অ্যালবামে কাজ করছি না। তবে কয়েকটা মিক্সড অ্যালবামে কাজ করছি। একটি সলো অ্যালবাম সামনে আসবে অন্য আরেকজনের প্রজেক্টে। সেটা নজরুলসংগীতের একক অ্যালবাম। এ বছরের মাঝামাঝিতে অ্যালবামটি আসবে।’
গানের বাইরে কিছু করছেন কি না জানতে চাইলে পুতুল বলেন, ‘আর কিছু করার পরিকল্পনা নেই। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও গান সুর করা সব কিছুই আমি করছি। লেখালেখি করছি অনেক। আগামী বছর একটি বই প্রকাশ করব। লিখছি অনেক। গানের বাইরে লেখালেখিটাই করি।’