সানির বিজ্ঞাপনের কারণে ধর্ষণ বাড়বে : সিপিআই নেতা
সানি লিওনের বিজ্ঞাপনের কারণে ভারতে ধর্ষণের প্রবণতা বাড়বে বলে মন্তব্য করেছেন সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন। এক সমাবেশে অতুল বলেন, ‘কনডমের বিজ্ঞাপনে সানি লিওনকে যেভাবে উপস্থাপন করা হয়, তাতে মানুষের সংবেদনশীলতা নষ্ট হয় এবং যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। এ ধরনের বিজ্ঞাপন টিভিতে দেখানো হলে ধর্ষণের প্রবণতা আরো বাড়বে। কখনোই তা নিয়ন্ত্রণ করা যাবে না।’
গত মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজীপুর জেলার এক সমাবেশে এ মন্তব্য করেন অতুল। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই)-এর একজন প্রবীণ নেতা তিনি। এ খবর জানিয়েছে এনডিটিভি অনলাইন এবং হিন্দুস্তান টাইমস।
সমাবেশে অতুল আরো বলেন, ‘এখন সানি লিওনের একটা বিজ্ঞাপন টিভিতে দেখানো হচ্ছে। আপনারা কি সেটা দেখেছেন? যেখানে সানি লিওন শুয়ে থাকে এবং একজন পুরুষ তার দিকে এগিয়ে আসে। সকালে, রাতে সব সময়ই এই বিজ্ঞাপন টিভিতে দেখানো হচ্ছে। কনডমের এই বিজ্ঞাপনটি একই সাথে নোংরা এবং ভয়ংকর। এ ধরনের বিজ্ঞাপন মানুষের সংবেদনশীলতা নষ্ট করে যৌন উত্তেজনা বৃদ্ধি করে। কনডমের এই ধরনের উত্তেজক বিজ্ঞাপন যদি দেশের টিভি চ্যানেলগুলোতে দেখানো হয় এবং পত্রিকায় ছাপা হতে থাকে, তাহলে ধর্ষণের মতো ঘটনা বাড়তেই থাকবে। এটা কখনো থামানো সম্ভব হবে না।’
বিজ্ঞাপন নয়, মূলত সাবেক পর্নোতারকা সানি লিওনকে উদ্দেশ্য করেই নানা মন্তব্য করেন অতুল। তিনি বলেন, ‘টিভি খুললেই এখন সানি লিওন নামের এক মহিলাকে আপনারা দেখতে পান। নগ্ন ছবির নায়িকা ছিলেন তিনি। ভারতে তাঁকে নিয়ে এসেছেন মহেশ ভাট। তাঁর ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু তার। গত পাঁচ বছর ধরে সে ভারতে রয়েছে, এখন সে হিন্দি ছবির নায়িকা।’
সানি লিওনের বিভিন্ন ছবির প্রসঙ্গে অতুল বলেন, ‘আমি এ ধরনের নোংরা ছবি নিয়ে আজকের সমাবেশে কথা বলতে চাই না। এখানে আমাদের মা-বোনেরা রয়েছেন। আমি এখন পর্যন্ত সানি লিওনের কোনো ছবিই দেখিনি। একটা ছবি দেখতে শুরু করেছিলাম। দুই মিনিট দেখার পরেই বমি করে দিয়েছি। এ ধরনের ছবিতে তারা সবই দেখাচ্ছে এবং সারা দেশে তা বিক্রি করছে।’
সাবেক পর্নোতারকা সানি লিওন ২০১২ সালে পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। তাঁর অভিনীত অন্যান্য হিন্দি ছবির মধ্যে রয়েছে ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পেহেলি লীলা’, ‘কুচ কুচ লোচা হ্যায়’। এ ছাড়া বিভিন্ন ছবির আইটেম গান করেছেন তিনি।