ফিল্মফেয়ারের মনোনয়ন চূড়ান্ত
বলিউডে অত্যন্ত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে বহুকাল ধরে স্বীকৃত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’। এবার আয়োজিত হতে যাচ্ছে এই সম্মাননার ৬০তম পর্ব। আর কয়েক দিন বাদেই, জানুয়ারির ৩১ তারিখে মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরই মধ্যে মনোনয়নের চূড়ান্ত তালিকাও ঘোষণা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কোন বিভাগে কাদের মাঝে জমবে এবারের লড়াই, তা একনজর চোখ বুলিয়ে নেওয়া যাক।
সেরা ছবি
টু স্টেটস, হায়দার, ম্যারি কম, পিকে, কুইন
সেরা পরিচালক
অভিষেক বর্মণ (টু স্টেটস), অনুরাগ কশ্যপ (আগলি), রাজকুমার হিরানি (পিকে), বিকাশ ভ্যাল (কুইন), বিশাল ভরদ্বাজ (হায়দার)
শ্রেষ্ঠ অভিনেতা
আমির খান (পিকে), অক্ষয় কুমার (হলিডে), হৃতিক রোশন (ব্যাং ব্যাং), রন্দ্বীপ হুডা (রং র্যসিয়া), শহীদ কাপুর (হায়দার)
শ্রেষ্ঠ অভিনেত্রী
আলিয়া ভাট (হাইওয়ে), কঙ্গনা রনৌত (কুইন), মাধুরী দীক্ষিত (দেড় ইশকিয়া), প্রিয়াঙ্কা চোপড়া (ম্যারি কম), রানি মুখার্জি (মরদানি), সোনম কাপুর (খুবসুরত)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
অভিষেক বচ্চন (হ্যাপি নিউ ইয়ার), কে কে মেনন (হায়দার), রিতেশ দেশমুখ (এক ভিলেন), রণিত রায় (টু স্টেটস), তাহির রাজ ভাসিন (মরদানি)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
অমৃতা সিং (টু স্টেটস), ডিম্পল কাপাডিয়া (ফাইন্ডিং ফ্যানি), জুহি চাওলা (গুলাব গ্যাং), লিসা হেডন (কুইন), টাবু (হায়দার)
শ্রেষ্ঠ সঙ্গীত
অমিত ত্রিবেদি (কুইন), অনুপম আমোদ, অর্ক প্রভ মুখার্জি, হানি সিং, মিথুন ও প্রীতম (ইয়ারিয়া), হিমেশ রেশামিয়া, মিট ব্রোস অঞ্জন এবং হানি সিং (কিক), মিথুন, অঙ্কিত তিওয়ারি এবং সোচ (এক ভিলেন), শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস)
শ্রেষ্ঠ গানের কথা
অমিতাভ ভট্টাচার্য- জেহনাসিব (হাঁসি তো ফাসি), গুলজার- বিসমিল (হায়দার), ইরশাদ কামিল- পাতাখা গুড্ডি (হাইওয়ে), কাউসার মুনির- সুনো না সাঙ্গেমারমার (ইয়ঙ্গিস্তান), রাশমি সিং- মুসকুরানে কি ওয়াজাহ (সিটিলাইটস)
শ্রেষ্ঠ গায়ক
অঙ্কিত তিওয়ারি- গলিয়া (এক ভিলেন), অরিজিৎ সিং- মাস্ত মগন (টু স্টেটস), অরিজিৎ সিং- সুনো না সাঙ্গেমারমার (ইয়ঙ্গিস্তান), বেনি দয়াল- লোচা এ উলফাত (টু স্টেটস), শেখর রভজিয়ানি- জেহনাসিব (হাঁসি তো ফাসি)
শ্রেষ্ঠ গায়িকা
জ্যোতি নুরেন এবং সুলতানা নুরেন- পাতাখা গুড্ডি (হাইওয়ে), কনিকা কাপুর- বেবি ডল (রাগিনী এমএমএস ২), রেখা ভরদ্বাজ- হামারি আতরিয়া পে (দেড় ইশকিয়া), শ্রেয়া ঘোষাল- মন্ওয়া লাগে (হ্যাপি নিউ ইয়ার), সোনা মহাপাত্র- নয়না (খুবসুরত)