ভারতে দেরিতে পৌঁছাবে জেমস বন্ড!
‘নেম ইজ বন্ড, জেমস বন্ড’—মাদকতা জড়ানো এই পৌরুষদীপ্ত সংলাপ ফিরে ফিরে আসে নতুন বন্ড সিকুয়ালে। আর তা শুনতে অধীর অপেক্ষায় থাকেন বন্ড-ভক্তরা। আসছে ৬ নভেম্বর সে অপেক্ষার অবসান ঘটবে। কারণ, এদিন মুক্তি পাবে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৪তম ছবি ‘স্পেক্ত’। তবে ভারতে ৬ তারিখে নয়, নতুন বন্ড মুভিটি মুক্তি পাবে ২০ নভেম্বর। তাই বাধ্য হয়েই ধৈর্য একটু বেশি ধরতে হবে ভারতীয় দর্শকদের।
এনডিটিভির খবরে জানা গেল, এরই মধ্যে ভারতে বিলম্বের বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নির্মাতাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে চতুর্থবারের মতো চৌকস গুপ্তচর বন্ডের বেশে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে। পরিচালকের ভূমিকায় থাকছেন সেই স্যাম মেন্ডেস।
এবারের বড় চমক থাকবে বন্ডগার্ল চরিত্রে। ৫০ পেরোলেও লাস্যের পাল্লায় এখনো যে কাউকে টেক্কা দিতে পারেন মনিকা বেলুচ্চি, বন্ডগার্লের ভূমিকায় এবারে থাকবেন এই চিরনবীন অভিনেত্রী। গ্ল্যামারের ঝলক আরো চমকানোর জন্য থাকছেন ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ খ্যাত লিয়া সিদ্যু।
জুডি ডেঞ্চের পর এবার ‘এম’ চরিত্রে দেখা যাচ্ছে একজন পুরুষকে, অবশ্য আগের ছবিতেই বিষয়টি নির্ধারিত হয়ে গিয়েছিল। র্যালফ ফিনেস এবারে ‘এম’ হিসেবে ছবিতে ফুলটাইম থাকতে যাচ্ছেন! মিস মানিপেনি চরিত্রে থাকবেন নাওমি হ্যারিস। এ ছাড়া রয়েছেন ক্রিস্তোফ ওয়াল্টজ।
বন্ডের নতুন এই ইনস্টলমেন্টে দেখা যাবে, এক অজানা জায়গা থেকে একটি গোপন বার্তা পায় জেমস বন্ড। সেই বার্তায় ভর করে স্পেক্ত নামের এক ভয়ংকর সংস্থার বিপক্ষে অভিযানে নামে সে। ওদিকে রাজনৈতিক চাপ সামলাতে থাকে এম। এ সময় বন্ড এমন এক সত্যের মুখোমুখি হয়, যেখানে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তার পেশাদারি জীবনের পুরো মূল্যবোধ। এমনি এক কাহিনী নিয়ে সাজানো হয়েছে এবারকার বন্ড মুভি। সনি পিকচার্সের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়েছে।