পোড়ামন চলছে ৪৮ হলে
প্রতি শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে ছবি মুক্তি পেলেও গতকাল শুক্রবার ২০ ফেব্রুয়ারি কোনো ছবি মুক্তি পায়নি। পুরাতন ছবিই চলছে সিনেমা হলগুলোতে। এর মধ্যে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়া মন’ ছবিটি চলেছে সর্বাধিক হলে। এই ছবিতে প্রথমবারের মতো মাহীর সাথে জুটি বেঁধে কাজ করেন নায়ক সায়মন সাদিক। পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’(২০১২) চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন সায়মন। পরে তিনি ২০১৩ সালে পোড়ামন ছবিতে মাহীর বিপরীতে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান।
নায়ক সায়মন সাদিক বলেন “‘পোড়ামন’ আমার দ্বিতীয় ছবি। জাকির হোসেন রাজু স্যারকে ধন্যবাদ উনি আমাকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন। স্যারের প্রতিটি ছবির ধরন আলাদা। ‘পোড়ামন’ ছবিটি সত্যি উপভোগ করার মতো ছবি। গত দুই বছরে আমি অনেক ছবিতে কাজ করেছি তবে এই ছবি অনেক কারণেই আলাদা।”
চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপ হলো : সুজন সুন্দরপুর গ্রামের ডানপিটে এক ছেলে। সে টেম্পোর হেল্পার। একদিন টেম্পো নিয়ে যাওয়ার সময় দেখতে পায় তিন মাস বাড়ি ভাড়া না দেওয়ায় পরী ও তার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাড়িওয়ালা। সুজন তাদের তার এক দাদির বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। পরীর পুরো পরিবারের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়। পরীর পড়ার ব্যবস্থা থেকে শুরু করে সব খরচ সে বহন করে। ধীরে ধীরে পরী ও সুজনের মাঝে ভালোবাসা জন্ম নেয়। কিন্তু এই ছবির গল্প এত সরল নয়। এই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় খোদ পরীর মা। এমন বাধাবিপত্তির মধ্যেই এগোতে থাকে ছবির কাহিনী।
গতকাল শুক্রবার ২০ ফেব্রুয়ারি ‘পোড়ামন’ ছবিটি চলেছে বাংলাদেশের ৪৮টি সিনেমা হলে।