ছবি নিয়ে কায়রোতে বিপাশা
বিপাশা হায়াত। যাঁর নামের পরে আর কোনো বিশেষণ প্রয়োজন নেই। একাধারে তিনি অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও লেখক। তাঁর এখন নতুন পরিচয় তিনি গ্রামের স্কুল শিক্ষিকা। তবে সেটা বাস্তবে নয় নাটকের দৃশ্যে। মাহমুদ দিদার পরিচালিত একুশের নাটক ‘দূরের পাঠশালা’ নাটকে বিপাশা শিক্ষিকা চরিত্রে অভিনয় করেছেন। ‘দূরের পাঠশালা’ নাটকটি এনটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে।
নাটকটিতে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিপাশা হায়াত কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : কেমন আছেন?
উত্তর : ভালো আছি।
প্রশ্ন : কী করছেন এখন?
উত্তর : বাসায় আছি। ছবি আঁকছি।
প্রশ্ন : আপনি সাধারণত কখন ছবি আঁকেন?
উত্তর : মধ্যরাতে। বাসার সবাই যখন ঘুমায় তখন আমি ছবি আঁকি।
প্রশ্ন : সামনে কি আপনার ছবির কোনো প্রদর্শনী আছে?
উত্তর : হ্যাঁ, আমি ২১ ফেব্রুয়ারি সকালে কায়রোতে যাচ্ছি। সেখানে আমাদের ছবির প্রদর্শনী হবে।
প্রশ্ন : তৌকির আহমেদ কি যাবেন?
উত্তর : আমার সঙ্গে যাচ্ছে না। তবে দুদিন পরে যাবে। আমরা একসঙ্গেই ফিরব।
প্রশ্ন : কবে ফিরবেন?
উত্তর : মার্চের প্রথম সপ্তাহেই ফিরব।
প্রশ্ন : একুশের নাটক ‘দূরের পাঠশালা’তে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : অনেক ভালো। আমার চরিত্র এবং নাটকের গল্প অনেক ভালো লেগেছে। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। যেসব পরিচালকের কাজের প্রতি আমার আস্থা রয়েছে মাহমুদ দিদার তাঁদের মধ্যে একজন। নাটকটির নির্মাণকাজ অনেক ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকযোগ্যতা পাবে।
প্রশ্ন : নতুন পরিচালকদের সম্পর্কে আপনার ভাবনা কী?
উত্তর : তরুণ পরিচালকরাই এখন বেশি কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকেরই ভাবনা বোধ অনেক প্রবল। যেটা তাঁদের কাজের মধ্যেই প্রতিফলিত হচ্ছে।
প্রশ্ন : আপনার পরিচয় তো অনেক। নিজের কোন পরিচয়টি দিতে ভালো লাগে?
উত্তর : আমি একজন ‘মা’। এটাই আমার বড় পরিচয়। শিল্পী মন নিয়েই সারা জীবন বাঁচতে চাই।