বিশ্বাস হচ্ছে না মুক্তি পাবে ‘রানা প্লাজা’ : সায়মন
অবশেষে আগামীকাল শুক্রবার, ১১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। শতাধিক হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা নিশ্চিত করেছেন ছবির পরিচালক নজরুল ইসলাম খান। ছবির শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন কারণে আলোচনায় আসে ছবিটি। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে দেখে হলমালিক ও দর্শক ‘রানা প্লাজা’র দিকে তাকিয়ে আছেন, এমনটাই জানান পরিচালক। তিনি আরো বলেন, ছবি মুক্তির সব প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন তাঁরা।
চিত্রনায়ক সায়মন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না, আগামীকাল ছবিটি মুক্তি পাবে। এত প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে ছবিটিকে, সারা দেশের মানুষই বিষয়টি জানে। যখন অভিনয় করি, তখন যাদের নিয়ে গল্প, তাদের সঙ্গে মিশে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি, আমি অভিনয় করছি। দৃশ্যের পরিবেশটা যখন তৈরি করা হয়, তখন এমনিতেই অভিনয় বের হয়ে এসেছে। আসলে হদয় দিয়ে কোনো কিছু উপলব্ধি করতে পারলে তার প্রকাশটা অন্য রকম হয়। ছবিতে কখনো অভিনয় করতে হয়নি বা অভিনয় করছি, এমন মনে হয়নি।’
ছবিটি সম্পর্কে পরিচালক নজরুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘অনেক ধরনের ঝামেলা শেষ করেছি এ ছবির জন্য। ভালো কোনো কাজ করতে গেলে ঝামেলা তো হবেই। আমরা আশা করছি, দর্শকের চাহিদা পূরণ করে ছবিটি ইতিহাস গড়বে। এরই মধ্যে শতাধিক হলে ছবিটি মুক্তি পাচ্ছে। আমরা খুব বেশি হলে ছবিটি দিতে চাই না। ভালো প্রেক্ষাগৃহেই ছবি দিচ্ছি, কারণ আমরা যেমন অনেক কষ্ট করে ছবি বানাই, প্রযোজকেরও টাকা তুলতে অনেক ঝামেলা পোহাতে হয়। সিনেমা হলের পরিবেশটা ভালো হলে মানুষ ছবি দেখে আরাম পায়।’
এর আগে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রদর্শনে হাইকোর্টের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ২৪ আগস্ট আলোচিত রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। সায়মন ও পরী মণি অভিনীত চলচ্চিত্রটি ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।
২০১৩ সালে সাভার বাজারের কাছে রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত হয় ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি। রেশমাকে উদ্ধারের ওই ঘটনা তখন বিশ্ব গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য দুই ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।