‘বদলাপুর’ এর বড়সড় শুরু
ছবির রেটিং নিয়ে সেন্সর বোর্ডের সাথে বেজায় যুদ্ধ। একটু কাটছাঁটে রাজি হলেই মিলে যায় ‘নিরাপদ’ রেটিং, কিন্তু পরিচালক নাছোড়বান্দা। কোনো কিছুই ‘বাদ’ দেবেন না তিনি ‘বদলাপুর’ থেকে। শেষমেশ ‘এ’ রেটিং (প্রাপ্তবয়স্কদের জন্য) নিয়েই ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। বক্সঅফিস ইন্ডিয়ার খবর জানাচ্ছে, দুদিনেই ছবিটি তুলে এনেছে সাড়ে ১৫ কোটি রুপি।
মুক্তির পরের দিন ছবিটির ব্যবসা আরো খানিকটা বেড়েছে বলা যায়। শনিবার, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ছবিটির মোট আয় ছিল প্রায় সাড়ে আট কোটি রুপি; যা প্রথমদিনের চেয়ে আরো ২০ শতাংশ বেড়েছে বলা যায়। রোববার, অর্থাৎ আজ অবশ্য বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ থাকায় সিনেমা হলের দিকে মানুষজন বিশেষ ভিড়বেন না- তা মেনে নেওয়াই ভালো। তা সত্ত্বেও স্বাভাবিক হিসেবে ছবিটির সামগ্রিক আয় মোটামুটি আজকেই ২০ কোটি রুপি হয়ে যাওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘বদলাপুর’ ছবির আসল পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে। প্রাথমিক দর্শক প্রতিক্রিয়া কিংবা আয়ের পরিপ্রেক্ষিতে ছবিটির ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সাফল্য যে দর্শক-প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে; তা বলার অপেক্ষা রাখে না।
প্রতিশোধমূলক মারপিটের ‘বদলাপুর’ ছবিটি সহিংস দৃশ্য এবং যৌনতার প্রদর্শনের জন্য মুক্তির বহু আগ থেকেই তুমুলভাবে আলোচিত। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দীন সিদ্দীকি, ইয়ামি গৌতম, হুমা কুরেশি, দিব্যা দ্ত্তসহ আরো অনেকে। সেন্সর বোর্ডের সাথে পরিচালকের টানা হ্যাঁচড়া শেষে এই ‘এ’ রেটেড সার্টিফিকেটে কোনো আপত্তি করেননি পরিচালক। এই ‘আনকাট’ রিভেঞ্জ থ্রিলারের উড়ন্ত সূচনায় তিনি বেশ স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন বলা যায়!