ফাঁকি দিলে বেতের ভয় দেখায় : স্পর্শীয়া
স্পর্শীয়া এ প্রজন্মের জনপ্রিয় মডেল এবং অভিনেত্র্রী। এনটিভিতে স্পর্শীয়া অভিনীত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’ প্রচারিত হচ্ছে। ‘ফ্যামিলি প্যাক’ নাটকের চরিত্র, কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন: ‘ফ্যামিলি প্যাক’ নাটকে আপনার চরিত্রের নাম তন্বী। চরিত্রটি করতে আপনার কেমন লাগছে?
উত্তর : আমি যখন যে নাটকের শুটিং করি তখন সবসময় সেই চরিত্রের মধ্যেই থাকি। ‘ফ্যামিলি প্যাক’ শুটিং চলাকালীন আমি তন্বী চরিত্রের মধ্যেই ডুবে থাকি। নাটকে তন্বী বাড়ির ছোট মেয়ে। ভীষণ রকম দুষ্টু তন্বী। সারাক্ষণ মিথ্যা কথা বলে সবার সঙ্গে অনেক মজা করে। তন্বীর আলাদা একটি জগৎ আছে। সেই জগৎ বাইরের জগৎ থেকে একদম আলাদা। তন্বী চরিত্রটি করে আমি অনেক মজা পাচ্ছি।
প্রশ্ন : তন্বী চরিত্রের সঙ্গে বাস্তবে আপনার কি কোনো মিল আছে?
উত্তর : না, একদমই মিল নেই। আমার বিপরীত চরিত্র হলো তন্বী।
প্রশ্ন : তাহলে চরিত্রটি পর্দায় উপস্থাপন করতে আপনার কোনো সমস্যা হচ্ছে কী?
উত্তর : একদমই না। আমি শুধু অভিনয় করে যাচ্ছি। আর একটু ফাঁকি দিলেই পরিচালক তোজো ভাইয়ের বেত তো আছেই।
প্রশ্ন : বেত কেন?
উত্তর : তোজো ভাইয়া শুটিং হাউসে একটি কঞ্চি বেত রাখেন। কেউ ফাঁকি দিলেই বেতের ভয় দেখান। আর আমাকে তো সবসময়ই ভয় দেখান। মাঝে মাঝে তো বলেই ‘তন্বী, তুই বাড়ির ছোট মেয়ে, উল্টা পাল্টা করলেই মাইর দিব।’
প্রশ্ন : আপনার জীবনের প্রথম ক্রাশ কে?
উত্তর : উফ!জনি ডেপ। খুব ছোটবেলা থেকে আমি জনি ডেপের ভক্ত। আমার প্রথম ক্রাশ, প্রেম, ভালোলাগা, ভালোবাসা সবই জনি ডেপ।
প্রশ্ন : জনি ডেপের সঙ্গে কখনো কাজের সুযোগ হলে কী করবেন?
উত্তর : কাজের সুযোগ যদি সত্যিই পাই তাহলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাব।