অঙ্কুশের সঙ্গে রসায়নটা ভালো ছিল : নুসরাত ফারিয়া
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী। গতকাল সোমবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে প্রদর্শিত হলো চলচ্চিত্রের ট্রেলার ও চারটি গান। এ ছাড়া উন্মোচন করা হয় ছবির পোস্টার।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বাংলাদেশের নায়িকা মৌসুমীকে।
জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজ বলেন, ‘এই ছবিতে আমরা অনেক খরচ করে অনেক লোকেশনে শুটিং করেছি। বাংলাদেশের এখন যে বাজার তাতে বড় বাজেটের ছবি বানানো সম্ভব নয়, যে কারণে যৌথ প্রযোজনা ছাড়া বড় বাজেটের কাজ করা অসম্ভব। ছবির গল্পের প্রযোজনে সব করেছি, যে কারণে ছবিটি দেখে দর্শক মজা পাবে।’
নবাগত নায়িকা নুসরাত ফারিয়া বলেন, “চলচ্চিত্রে কাজ করার আগ্রহটা আরো বাড়িয়ে দিল ‘আশিকী’। বাংলাদেশের ছবি দেখে একসময় মন খারাপ হতো। কিন্তু এই ছবির গল্প শুনেই মনে হয়েছিল ভালো একটা কিছু হবে। কাজ করতে গিয়ে অ্যারেজমেন্ট দেখে মন ভরে গিয়েছিল। অঙ্কুশের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। অনুশীলনের সময় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। কখনো আমার মনে হয়নি আমি নতুন, আসলে অঙ্কুশ আমাকে কখনো বুঝতে দেয়নি। আমাদের রসায়নটা অনেক ভালো ছিল, আমরা অনেক ভালো বন্ধু হয়েছি কাজ করতে গিয়ে। এটা আমার প্রথম ছবি, আমি আমার মতো চেষ্টা করেছি ভালো কাজ উপহার দেওয়ার। বাকিটা দর্শক বলতে পারবেন কেমন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন আর হলে গিয়ে ‘আশিকী’ ছবিটা দেখবেন।”
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ। এ সিনেমার নাম প্রথমে ‘প্রেমী ও প্রেমী’ রাখা হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘আশিকী’ রাখা হয়। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে।