নায়িকা হিসেবে আমি লাকি : নুসরাত ফারিয়া
আগামীকাল কলকাতায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’। মুক্তি উপলক্ষে আজ সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। আর এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের নবাগত নায়িকা নুসরাত ফারিয়া। আজ বিকেলেই তিনি কলকাতা পৌঁছান। পর্যায়ক্রমে দুই বাংলায় ছবিটি মুক্তি পাবে বলে নিজেকে ভাগ্যবান মনে করছেন ফারিয়া।
ঢাকা ছাড়ার আগে নুসরাত ফারিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে, দুই বাংলায় ছবিটি মুক্তি পাচ্ছে। আজ ছবিটির একটি প্রিমিয়ার শোতে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আগামীকাল ছবিটি মুক্তির পর রাতে আবার ঢাকায় ফিরব। ঈদে বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ায় একটা বাড়তি আনন্দ আছে। এটা আমার ঈদের অনেক বড় উপহার । দর্শক যদি ভালোভাবে গ্রহণ করে, তবেই সব কষ্ট সার্থক হবে। ঈদের দিন দর্শকদের সঙ্গে ছবিটি দেখার ইচ্ছা আছে।’
ঈদ ও পূজায় দুই বাংলায় ছবিটি মুক্তি নিয়ে ফারিয়া বলেন, ‘আমি নায়িকা হিসেবে অনেক লাকি। কারণ দুই বাংলায় কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশের মতো কলকাতায়ও আমি একই রকম উৎসাহ দেখেছি। আবার এক ধরনের ভয়ও কাজ করছে। বড় দুই উৎসবে ছবিটি মুক্তি পাচ্ছে, দর্শকের প্রত্যাশা থাকবে অনেক বেশি। নতুন হিসেবে আমি কতটা আশা পূরণ করতে পারব আর দর্শক আমাকে কীভাবে গ্রহণ করে সেটা নিয়ে ভয়ে আছি। ইউনিটের সবাই বলছে, আমরা ছবিটি অনেক ভালো করেছি। দেখা যাক দর্শক কী বলে।’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’। ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর। আর ঈদের দিন ঢাকায়। ছবিতে অঙ্কুশ ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, রজতাভ দত্ত, রেবেকা, রাজা প্রমুখ।