পয়লা বৈশাখে আসছে ‘ব্ল্যাক মানি’
সফল পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবির কাজ শেষ হলো আজ (২২ ফেব্রুয়ারি ২০১৫)। মার্চের প্রথম সপ্তায় ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক সাফি উদ্দিন সাফি।
এফডিসির কড়ইতলায় একটি পতিতালয়ের সেট বানিয়ে ব্ল্যাক মানি ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন পরিচালক। দৃশ্যটি ছিল-মৌসুমী হামিদকে কয়েকজন তুলে নিয়ে যাচ্ছিল আর তাঁকে রক্ষা করেন সায়মন। এই দৃশ্যের ডাবিংয়ের মাধ্যমে শেষ হলো ছবিটির কাজ।
পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘দেশের এই অবস্থার মধ্যে ছবির কাজ শেষ করতে পেরে আমি দারুণ খুশি। শুটিং শেষ করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। গত ১৩ জানুয়ারি শুটিংয়ের উদ্দেশ্যে কাপ্তাই রওনা হই। যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুটিং ইউনিটের গাড়িতে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মেরেছিল। রাত ২টার দিকে পরপর তিন-চারটি ককটেল মারে দুর্বৃত্তরা। আমরা গাড়ি না থামিয়ে একটু সামনে গিয়ে পুলিশকে বিষয়টি জানাই। গাড়ির কিছু অংশ পুড়ে গেলেও আমরা অক্ষত ছিলাম। তবে সবাই খুব ভয় পেয়েছিলাম। সে সময় গাড়িতে সায়মন, মৌসুমী হামিদসহ শুটিং ইউনিটের আরো অনেকেই ছিলেন।’
কবির বকুলের কথায় ব্ল্যাক মানি ছবির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও কিশোর। ছবিটি প্রযোজনা করছে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া।