অস্কারে রবিন উইলিয়ামসকে স্মরণ
প্রয়াত অভিনেতা রবিন উইলিয়ামসকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে এবারের অস্কার আয়োজনে। ‘আলাদিন’, ‘মিসেস ডাউটফায়ার’ কিংবা ‘গুড উইল হান্টিং’ এর এই অসামান্য অভিনেতাকে গত বছরই হারিয়েছে সিনেমা জগত।
রবিন উইলিয়ামস কৌতুকাভিনেতা হিসেবেই কেবল নন, চরিত্রাভিনেতা হিসেবেও ছিলেন অনন্য। তবে হাস্যরসের প্রতি ছিল তাঁর অগাধ আকর্ষণ, একইসাথে এর জন্য তিনি পরিশ্রমও করেছেন ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তী সময়ে বড়পর্দার বড় তারকা হয়ে গেলেও স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে নিয়মিত পারফর্ম করে গেছেন আমৃত্যু। ‘গুড মর্নিং ভিয়েতনাম’ ছবির মাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। তখন ১৯৮৭ সাল। এরপর ডাকসাইটে পরিচালক টেরি গিলিয়ামের ‘দ্য ফিশার কিং’ এবং ‘দ্য অ্যাডভেঞ্চার অব ব্যারন মুনহাউসেন’ তাকে দারুণ খ্যাতি এনে দেয়। এরপরই ‘ডেড পোয়েটস সোসাইটি’, তাঁর ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বললে অত্যুক্তি হবে না। স্পিলবার্গের বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র ‘হুক’ এ প্রাপ্তবয়স্ক পিটার প্যান চরিত্রে তার অভিনয়ও তো ভোলার নয়! ডিজনির ‘আলাদিন’ ছবিতে তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘জিনি’র ভূমিকায়। তাঁর মৃত্যুর পর টুইটও হয়েছিল বেদনা নিয়ে- ‘জিনি, ইউ আর ফ্রি’!
‘গুড উইল হান্টিং’ ছবির জন্য অস্কার জিতেছিলেন ১৯৯৮ সালে। এ ছাড়া প্রায় ৬০টির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন অসামান্য অভিনয়ের সুবাদে। ক্যারিয়ারে তাঁর ছবির সংখ্যা ১০২টি। ‘মর্ক অ্যান্ড মিন্ডি’ এবং ‘কমিক রিলিফ’ নামের দুটি টেলিভিশন অনুষ্ঠানে পরিচালকের ভূমিকাতেও কাজ করেছেন।
২১ জুলাই, ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেন রবিন ম্যাকলরিন উইলিয়ামস। ২০১৪ সালের ১১ আগস্ট ক্যালিফোর্নিয়াতে অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর।