চমক নিয়ে আসছে কার্তুজ
আগামী ৬ মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পারাজ পরিচালিত চলচ্চিত্র কার্তুজ। এটি তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। কার্তুজ ছবির মূল গল্প রচনা করেছেন অভিনেতা, পরিচালক বাপ্পারাজ নিজেই। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ।
কার্তুজ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম, শিরীন বকুল, শিরীন আলম, সোহান খান, তুষার খান, শিমুল খান প্রমুখ। মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্র নায়ক সম্রাট ও নবাগতা নায়িকা ফারজানা রিক্তা। মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ছবির নায়ক সম্রাট।
প্রশ্ন : ছবির প্রচারণার কাজ কেমন চলছে?
উত্তর : চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। দুই একদিনের মধ্যে এর প্রচারণার কাজ শেষ করব। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।
প্রশ্ন : এই ছবিতে আপনি কী ভূমিকায় অভিনয় করেছেন?
উত্তর : আসিফ খান নামে একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি। একজন পুলিশ অফিসার কীভাবে আমাদের সমাজে কাজ করেন, জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে এগিয়ে যান- এসবই দেখা যাবে এতে। এই ছবির শেষটাও দারুণ। আমরা সব সময় যে ধরনের গল্গ নিয়ে ছবি দেখি এই গল্পটা একটু আলাদা।
প্রশ্ন : আপনার বড় ভাই বাপ্পারাজ প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করলেন। তিনি কি শুটিংয়ে বকাঝকা করতেন?
উত্তর : (হাসি) না সে রকম কিছু হয়নি। আসলে নিজের ভাই দেখে বলছি না। তিনি অনেক ভালো কাজ করেন। প্রতিটি দৃশ্য ধারণের আগে পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন। ছবিতে দর্শকরা বাংলাদেশের অনেক নতুন জায়গা দেখতে পাবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে সাধারণত শুটিং হয় না। তবে আমরা সেখানে শুটিং করেছি। এটা করতে পেরেছি বাপ্পা ভাইয়ের চেষ্টার কারণে। তিনি কখনো কোনো কাজে ছাড় দেন না।
প্রশ্ন : এই ছবিতে প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম অভিনয় করেছেন, তাঁর সাথে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
উত্তর : চাষী আঙ্কেল আমাদের পারিবারিক ভাবে অনেক কাছের। আমাদের প্রতিটি কাজের সাথেই তিনি কোনো না কোনোভাবে জড়িত থাকতেন। উনাকে খুব মিস্ করি। উনি এই ছবিতে পুলিশ কমিশনারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে কাজ করার সময় দেখেছি উনি শুধু একজন গুণী পরিচালকই নন উনি একজন বড় মাপের অভিনেতাও। আবার এই ছবির একটি দৃশ্য ধারণের সময় উনি স্বীকার করলেন অভিনয় করা অনেক কঠিন।
প্রশ্ন : আমরা ওই দৃশ্য ধারণের গল্পটা শুনতে চাই।
উত্তর : ওই দৃশ্যে আমি একজন সন্ত্রাসীকে ধরে রিমান্ডে এনেছি। চাষী নজরুল ইসলাম পুলিশ কমিশনার। আমাদের মাঝে সন্ত্রাসীকে নিয়ে বিতর্ক হচ্ছে, এমন একটা দৃশ্য ধারণ করা হচ্ছে কিন্তু চাষী আঙ্কেল কিছুতেই শট ওকে করতে পারছিলেন না। শেষে আটবার টেক করার পর শট ওকে হয়। উনি ক্লান্ত হয়ে বসে বললেন, তোমাদের একটু ভুলের জন্য আমি কত বকা দেই। আজ আমার মনে হলো অভিনয়টা সত্যিই কঠিন। সেদিন আমরা খুব মজা পেয়েছিলাম।
প্রশ্ন : আপনার সাথে নবাগতা নায়িকা ফারজানা রিক্তা অভিনয় করেছেন। নতুন হিসেবে কেমন অভিনয় করেছেন তিনি?
উত্তর : ফারজানা রিক্তা এর আগে নাটকে কাজ করেছেন তবে চলচ্চিত্রে এবারই প্রথম। আমি এর আগে অনেক নায়িকার সাথে কাজ করেছি। কিন্তু রিক্তার সাথে কাজ করতে গিয়ে একবারের জন্যও মনে হয়নি সে নতুন। আমার মনে হয় অনেক পুরনো নায়িকার চেয়েও সে ভাল করেছে। আমি তার সাথে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এতটুকু বলতে পারি অতি অভিনয় বা নেকামিটা তার মাঝে একদমই ছিল না। যেটা অনেক নায়িকাদের বেলায় দেখা যায়।
প্রশ্ন : ছবির সব কাজ কি দেশেই হয়েছে না বাইরেও?
উত্তর : ভারতের চেন্নাইয়ে ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে। রাজলক্ষ্মীর ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। তবে শুটিং হয়েছে দেশের বিভিন্ন লোকেশনে।