সাড়ে ৩ কোটি ডলারের গাড়ি ধ্বংস করেছেন বন্ড!
নাম তার বন্ড, জেমস বন্ড। কাজ তার গোয়েন্দাগিরি, অসম্ভবকে সম্ভব করা। আর সেটা করতে গিয়ে তিন কোটি ৪০ লাখ ডলার মূল্যের গাড়ি ধ্বংস করেছেন তিনি। আগামী ২৬ তারিখ ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেক্টর’। এতে বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।
জিরো জিরো সেভেন কোডধারী এই এজেন্ট শত্রুদের ধ্বংস করতে গিয়ে ধ্বংস করেছেন বন্ডের জন্য বিশেষভাবে তৈরি সাতটি অ্যাস্টন মার্টিন ডিবি১০। আর এ খবর জানিয়েছে ডেইলি মেইল। বন্ড সিরিজের ২৪তম এই ছবিটির বাজেট ৩০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আর এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি বাজেটের বন্ড মুভি।
অন্যান্য বন্ড মুভির মতো ‘স্পেক্টর’ ছবিতে রয়েছে গাড়ি নিয়ে ধাওয়া করার দৃশ্য। এই দৃশ্য ধারণ করা হয়েছে ইতালির রাজধানী রোমে। সেই দৃশ্যে খলনায়ক চালিয়েছে জাগুয়ার সি-এক্স৭৫ মডেলের সুপারকার। আর নিজের অ্যাস্টন গাড়িটি নিয়ে খলনায়কের পেছনে ধাওয়া করতে গিয়ে ঘণ্টায় ১১০ মাইল গতিও তুলেছেন বন্ড। আর এই দৃশ্যধারণ করতেই নাকি খরচ হয়েছে লাখ লাখ ডলার।
আরো আছে, ইউরোপের আল্পস পর্বতমালায়ও শুটিং হয়েছে ছবিটির। যেখানে খলনায়কের মোডিফাইড ল্যান্ড রোভার ডিভেন্ডার গাড়ির ওপর রীতিমতো বিমান চালিয়ে দিয়েছেন বন্ড। ফলাফল গাড়ি পুড়ে ছাই! আর এই দৃশ্য ধারণ করতেও লাখখানেক ডলার গুনতে হয়েছে প্রযোজককে।
তবে সব গাড়িই যে বন্ড উড়িয়ে দিয়েছেন, তা নয়। তার ডিবি ১০ গাড়িতে এবার ফিরিয়ে আনা হয়েছে ইজেক্টর সিট। যেটা ৫১ বছর আগে শন কনরি ব্যবহার করেছিলেন বন্ডের ভূমিকায় অভিনয়ের সময়।