আমি নারী, মেয়ে নই : মনিকা বেলুচ্চি
সাহসী আর জটিল সব চরিত্রে অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন মনিকা বেলুচ্চি সবসময়। এবার জেমস বন্ডের পরবর্তী সিকুয়াল ‘স্পেক্টর’-এ ‘বন্ডগার্ল’ হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অতএব এনডিটিভির অনলাইনে প্রকাশিত এই খবর থেকে বলা যায় বেলুচ্চির ক্যারিয়ারের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি পালক। তবে নিজেকে ঠিক ‘গার্ল’ চরিত্রে মানতে রাজি নন ইতালিয়ান এই অভিনেত্রী- তাঁর মতে তিনি একজন নারী, পূর্ণবয়স্ক নারী, মেয়ে নন। এ কারণে তিনি নাকি ‘স্পেক্টর’ ছবিতে নিজের ভূমিকার কথাও প্রথমে ঠিক বুঝতে পারেননি।
মনিকার এখন বয়স ৫০। যখন জেমস বন্ডের নতুন ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন পরিচালক স্যাম মেন্ডেসের কাছ থেকে, মনিকা ভেবেছিলেন তাঁকে নিশ্চয়ই জুডি ডেঞ্চের বিকল্প হিসেবে (এম- আদেশকারী ঊর্ধ্বতন কর্মকর্তা) অভিনয় করার প্রস্তাব দেওয়া হবে। মনিকা পরিচালককে বলেন, ‘দেখুন, আমি কোনো তরুণী মেয়ে নই। আমি নারী, পূর্ণবয়স্ক এক নারী। আমাকে কি জুডি ডেঞ্চের চরিত্রে নেওয়ার কথা ভাবছেন? আমার বয়স যেহেতু পঞ্চাশ।’
প্রত্যুত্তরে স্যাম মেন্ডেস মনিকাকে বলেছিলেন, ‘জেমস বন্ডের ইতিহাসে এই প্রথমবারের মতো এক ৫০ বছর বয়সী নারীর সাথে গল্প গড়াবে বন্ডের। এই ভাবনাটা একেবারে বৈপ্লবিক।’
তবে সে যাই হোক, বন্ডগার্ল হিসেবে একজন বয়স্ক অভিনেত্রীকে বেছে নেওয়ার জন্য স্যাম মেন্ডেস বড়সড় হাততালি পেয়েছেন খোদ মনিকার কাছ থেকেই! মনিকা প্রতিক্রিয়ায় জানান, “বয়স্ক অভিনেত্রীদের পক্ষে ‘এমন’ অবস্থান নেওয়ার কারণে নারীদের মাঝে ‘নায়ক’ বনে যাবেন স্যাম মেন্ডেস!”
জেমস বন্ডের পাশে, তথা ড্যানিয়েল ক্রেগের পাশে মনিকাকে দর্শকরা কিভাবে নেবেন; তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘স্পেক্টর’ ছবির মুক্তি হওয়া পর্যন্ত। এ বছরের অক্টোবর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।