খেলার মতো খেলতে হবে : সুবর্ণা মুস্তাফা
বাংলাদেশ পৃথিবীর যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে- এমনটাই বিশ্বাস জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। ক্রিকেট ভালোবাসেন বলেই এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ঠিক সরাসরি নয়, যুক্ত হয়েছেন ক্রিকেটের ধারাভাষ্যে।
ক্রিকেট প্রেমী ও সুবর্ণা মুস্তাফার ভক্তদের জন্য সুখবর হলো আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে রেডিও ভূমিতে প্রচারিত ‘ভিন্ন মাত্রায় বিশ্বকাপ ক্রিকেটের বাংলা ধারাভাষ্যে’ শোনা যাবে সুবর্ণার কণ্ঠ। সুবর্ণা ছাড়াও এই অনুষ্ঠানে আরো ছয়জন ধারাভাষ্যকর রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই গুরুত্বপূর্ণ খেলার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সুবর্ণা মোস্তফা কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ক্রিকেট ধারাভাষ্যকার হতে আপনার কেমন লাগছে?
উত্তর : অনুষ্ঠানটি আমি অনেক উপভোগ করছি। সাড়াও পাচ্ছি।
প্রশ্ন : আগামীকালের খেলা নিয়ে আপনার প্রত্যাশা কী?
উত্তর : খুব ভালো একটা খেলা হবে। বাংলাদেশ জিতবে এই প্রত্যাশাই করছি।
প্রশ্ন : বাংলাদেশ দলকে নিয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : আমি তাঁদের বলব, যে দিন যে খেলাটা হবে সেই দিনটাকেই গুরুত্ব দিতে। খেলায় সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। খেলার মতো করেই খেলতে হবে। মূল কথা হলো নিজের খেলাটা ঠিকমতো খেলতে হবে।
প্রশ্ন : কোন খেলোয়াড়ের কাছে আপনার কী প্রত্যাশা?
উত্তর : আমি মনে করি বাংলাদেশে ভালো মাত্রার খেলোয়াড় রয়েছে। তাঁদের যোগ্যতাও অনেক। সাকিব, মুশফিক, মাশরাফি সবাই দুদার্ন্ত খেলোয়াড়। নতুনরাও অনেক ভালো খেলছেন। তাদের প্রচেষ্টাও অনেক। বাংলাদেশ পৃথিবীর যেকোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।