নায়ক হতে চাননি অমিতাভ
বলিউডে তাঁর মতো এত সময় ধরে শ্রম আর প্রাণশক্তি বিলিয়ে যাচ্ছেন কজন? অমিতাভের জুড়ি মেলা আসলেই কঠিন। এমনি এমনি তো আর বলিউডের শাহেনশাহ্ খেতাব পাননি। আজ পা রাখলেন ৭৩ বছর বয়সে। তাতে কি, উদ্যম আর পারফরম্যান্সে ‘বিগ বি’ যেন দিনকে দিন আরো তরুণ হচ্ছেন! এই ৭৩ বছর বয়স্ক ‘তরুণ’-এর জীবনের কয়েকটি মজার তথ্যর পাশাপাশি আইবি টাইমস জানিয়েছে; তাঁর আসল নাম কিন্তু অমিতাভ ছিল না!
১. অমিতাভ বচ্চনের প্রথম নাম ছিল ‘ইনকিলাব’। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি থেকে অনুপ্রাণিত হয়েই অমিতাভের বাবা পুত্রের এহেন নামকরণ করেছিলেন। পরে অবশ্য সেটি তিনিই বদলে নাম রাখেন ‘অমিতাভ’।
২. অমিতাভ বচ্চন হলেন ‘সব্যসাচী’ মানুষ। ডান এবং বাম, দুই হাতেই সমান তালে লিখতে পারেন তিনি! বুঝতে হবে, বলিউডের শাহেনশাহ্ বলে কথা!
৩. মাদাম তুসোর জাদুঘরে স্থান পাওয়া প্রথম এশীয় অভিনেতা তিনি।
৪. নিজের কাজের ব্যাপারে খুবই মনোযোগী অমিতাভ, সেইসাথে সময়ানুবর্তী। বি টাউনে রীতিমতো গল্পই রয়েছে, দারোয়ান চলে আসার আগেই বহুদিন অমিতাভ ফিল্মিস্তান স্টুডিওতে এসে পড়তেন এবং সকালে নিজেই মেইনগেট খুলতেন!
৫. অমিতাভ কি আসলে নায়ক হতে চেয়েছিলেন? মোটেও না। তাঁর ইচ্ছে ছিল প্রকৌশলী হওয়ার এবং ভারতের বিমানবাহিনীতে যোগ দেওয়ার জন্য খুবই আগ্রহী ছিলেন তিনি।
৬. অসামান্য এক ভারীক্কি চালের কণ্ঠস্বরের জন্য দারুণ জনপ্রিয় অমিতাভ। তবে ‘অল ইন্ডিয়া রেডিও’তে কিন্তু মোটেও জায়গা হয়নি তাঁর, অডিশনেই বাদ পড়েছিলেন তিনি!