জন্মদিনে পরিবারের সাথে অমিতাভ
৭২ পেরিয়ে ৭৩। এখনো তারুণ্যে যেন ঘাটতি পড়েনি অমিতাভ বচ্চনের। তবে এই বিশেষ দিনটি উৎসব করে নয়, বরং আর দশটা দিনের মতো সাধারণভাবে পরিবারের সাথে কাটাতে চান বলেই অমিতাভ জানিয়েছেন পিটিআইকে।
‘আর দশটা দিনের মতোই পরিবারের সাথে সাধারণভাবে কাটাব দিনটা। বিশেষ কিছু নয়’, বলেন অমিতাভ। পেশাদারি এবং ব্যক্তিগত, দুই জীবনেই আনন্দে সময় পার করছেন বলে জানান এই বর্ষীয়ান অভিনেতা। ‘আমার এখনকার সময়টা খুব ব্যস্ত কাটছে। পেছনের দিকে তাকানোর সময়ই কোথায়! পেছনের সময়গুলো ফিরে পেলেই বা কি করতাম? আমার পরিবার রয়েছে, পেশাদার জীবনে হাতে কিছু কাজ রয়েছে যেগুলো আমার করতে হবে। দুটো জীবনের সাথেই আমি সমানতালে সময় কাটাই। প্রতিটি বছর পেরিয়ে যাওয়া আমার কাছে পুরস্কারের মতো।’
এ বছরে শেষে, ডিসেম্বরের ৪ তারিখে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। বিজয় নাম্বিয়ারের পরিচালনায় ‘ওয়াজির’ ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন ফারহান আখতার এবং অদিতি রাও হায়দারি।
শেখার বিষয়ে এখনো ক্লান্তি নেই অমিতাভের। বরং তাঁর কথা, আরো কিছু যদি শিখতে পারতেন, জানতে পারতেন, তাহলে ধন্য হতেন। ‘আমার কেবলই মনে হয় যে আমি যদি সঙ্গীত শিখতে পারতাম, যদি কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারতাম কিংবা ঠিকমতো গান গাওয়া রপ্ত করতে পারতাম। মনে হয় যদি আমি বাবার কাজগুলো আরো ঠিকঠাকমতো বোঝার জন্য আরেকটু বেশি সময় দিতে পারতাম’, বলেন তিনি।
তবে এ সবকিছু পেরিয়ে, নাতনি আরাধ্যর সাথে সময় কাটানোটাই সবচেয়ে আনন্দের তাঁর কাছে। এ নিয়ে তিনি বলেন, ‘ওর (আরাধ্য) সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে অনেক স্পেশাল।’
১৯৪২ সালে আজকের দিনে জন্ম হয় অমিতাভ বচ্চনের।