আমার চরিত্রটা অনেক মজার : তানিয়া বৃষ্টি
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অবলা নারী’ ছবির শুটিং আবারও শুরু হতে যাচ্ছে। গতকাল ১৩ অক্টোবর এফডিসির বিভিন্ন স্পটে ছবিটির শুটিং হয়েছে, আজ শুটিং চলছে উত্তরায়। ছবিতে এখন দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছে, আগামীকাল এটি শেষ হবে। এরপর ২০ অক্টোবর একটি গান এবং বাকি থাকা অল্প কিছু দৃশ্যের শুটিংয়ে পাবনা যাবে ছবির পুরো ইউনিট। এই ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি।
এনটিভি অনলাইনকে বৃষ্টি বলেন, ‘আমার চরিত্রটা অনেক মজার, সারাক্ষণ কথা বলে সবার মাথা নষ্ট করে দিচ্ছি-এমনই এক চরিত্রে আমাকে দেখা যাবে। আমি চরিত্রটায় অভিনয় করে অনেক মজা পেয়েছি। আসলে ভালো গল্পের ছবিতে কাজ করার একটা আনন্দ আছে। সব সময়ই ভালো একটা ছবির মধ্যে ভালো একটা চরিত্রের জন্য অপেক্ষা করে থাকি। নায়িকা হিসেবে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ভালো একটা চরিত্র চাই।’
সোহানুর রহমান সোহানের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বৃষ্টি বলেন, ‘এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সালমান শাহ ও মৌসুমী আপুর মতো তারকাদের শুরু হয়েছিল তাঁর হাত ধরে। প্রতিষ্ঠিত অনেক নায়ক-নায়িকাকে তিনি এ জগতে এনেছেন। তাঁর ছবিতে অভিনয় করতে পারায় নিজেকে ধন্য সৌভাগ্যবান মনে করছি। সব মিলিয়ে আমি ছবিটি নিয়ে অনেক এক্সাইটেড। কারণ এখানে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। জানি না কতটুকু দিতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি শতভাগ। এ চেষ্টাটা সব সময় করে যেতে চাই। আসলে ভালো লাগার পুরো বিষয়টাই দর্শকদের ওপর নির্ভর করছে।’
ছবির বিষয়ে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘এরই মধ্যে ছবিটির বেশির ভাগ কাজ প্রায় শেষ করেছি। আগামী ২০ অক্টোবর থেকে পাবনায় টানা ১০-১২ দিন শুটিং করব। অন্যান্য কাজও পাশাপাশি চলছে। আশা করছি দর্শক এ বছরের মধ্যেই ছবিটি দেখতে পাবে।’
মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অবলা নারী’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক শ্রাবণ খান ও ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ তানিয়া বৃষ্টি। সামাজিক জনসচেতনতামূলক গল্পের রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের এই চলচ্চিত্র ধারণ করছেন তারকা আবিষ্কারক নির্মাতা সোহানুর রহমান সোহান।
গত ১৯ ফেব্রুয়ারি মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। এর আগে শ্রাবণ খান ‘তোমার সুখই আমার সুখ’, ও ‘তোমার আছি তোমারই থাকব’ এবং তানিয়া ‘ঘাসফুল’ ও ‘লাভার নাম্বার ওয়ান’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন।