নেইল প্যাট্রিক হ্যারিসের জাদুচর্চার গোপন ঘর
দিন কয়েক আগেই অস্কার অনুষ্ঠানে অন্তর্বাস পরে দিব্যি সঞ্চালকের কাজ করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেতা নেইল প্যাট্রিক হ্যারিস। রসিক আর পাগলাটে স্বভাবের এই অভিনেতার যে জাদুবিদ্যা চর্চারও শখ আছে, তা কি ভাবতে পেরেছিল কেউ ! শুধু তাই নয়, এ জন্য তার আছে একটি বিশেষ ‘ম্যাজিক রুম’। এই রুমে ঢোকার জন্যও নাকি আছে একটি গোপন দরজা- এমন চমকে ওঠার মতো এক খবর প্রকাশিত হয়েছে এনডিটিভির অনলাইনে।
হ্যারিসের এই বিশেষ জাদুর ঘরে আছে জাদুকরদের জন্য প্রয়োজনীয় আর উপযোগী সব ধরনের সাজসরঞ্জাম। সেইসাথে এতে রয়েছে জাদুচর্চায় ব্যবহৃত প্রাচীন আর দুষ্প্রাপ্য সব উপকরণ। জাদু চর্চায় দারুণ আগ্রহী হ্যারিস এই ঘরে প্রবেশের ব্যবস্থাও করে রেখেছেন একটু রহস্যময়!
‘ওই ঘরে ঢোকার জন্য একটা গোপন দরজা আছে। ঘরের পাশে দেয়ালে একটা বড় পোস্টার আছে। তার পাশে আছে একটা ছোট পোস্টার। পোস্টারটি এক জাদুকরের। ওই জাদুকরের দুই চোখের একটায় চাপ দিলেই কাজ হয়ে যাবে। কারণ ওই চোখটাই হচ্ছে ঘরে ঢোকার চাবি।’ টক শো ‘জিমি কিমেল লাইভ’-এর একটি পর্বে অতিথি হিসেবে গিয়ে এসব বলেছেন নেইল প্যাট্রিক হ্যারিস।
“আপনি বোতামটায় চাপ দিলেই দরজাটা দারুণভাবে খুলে যাবে। আপনি এরপর ঘরে ঢুকে জাদুর জন্য দরকারি অনেক ধরনের সরঞ্জাম পাবেন। এই ‘স্কুবি ডু’ ধরনের গোপন দরজার বিষয়টি আমার খুবই পছন্দের।”-জাদুর প্রতি ভালোবাসার কথা এভাবেই জানান তিনি।
প্যাট্রিকের সন্তান চারজন। বয়সে তারা বিশেষ বড় নয়, ওদিকে আবার ঘরের মধ্যে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র! কাজেই এই গোপন ঘরে ঢোকা তাদের বারণ। তবে বড় হলে প্রবেশাধিকার মিলবে তাদের। যে বিশেষ বোতামে চাপ দিলে দরজাটি খুলবে, তার অবস্থান একটু উঁচুতে। সুতরাং সেটির নাগাল পেতে বাচ্চাদের বয়স হতে হবে অন্তত বছর দশেক!