এনটিভি অনলাইনকে ন্যান্সি ও কোনালের শুভেচ্ছা
এনটিভি অনলাইন যাত্রা শুরু করেছে ১ ফেব্রুয়ারি। ইতিমধ্যে ২৫টি দিন পার করেছে এনটিভি অনলাইন। পাঠকরা তো আলোচনা করছেন। তারকারও এর বাইরে নন।
সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, মডেল, উপস্থাপক সবাই জানাচ্ছেন তাঁদের শুভেচ্ছাবার্তা।এনটিভি অনলাইনকে এবারে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ন্যান্সি ও কোনাল।
ন্যান্সি
সঙ্গীতশিল্পী
এনটিভি চ্যানেলের একটি আলাদা নিজস্বতা রয়েছে। তাঁরা সম্মানও পেয়েছেন সব শ্রেণীর কাছ থেকে। এনটিভি অনলাইনও সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। আমি আশা করব সব সময় যেন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পাই। সংবাদ হিট হাওয়ার জন্য মুখরোচক শিরোনাম অনেক অনলাইন পত্রিকা দিয়ে থাকে। এনটিভি অনলাইনের কাছে আমরা এই ধরনের শিরোনাম পাব না বলেই আমার বিশ্বাস। অনেক শুভকামনা।
কোনাল
সঙ্গীতশিল্পী
নতুন বছরে নতুন দিনে এনটিভি অনলাইন যাত্রা শুরু করেছে। অনেক
অনেক শুভকামনা রইল। এনটিভি আমাদের সঙ্গীতশিল্পীদের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। আমি আশা করব এনটিভি অনলাইনও সুস্থ সংগীত, বাংলাদেশের এতিহ্য, সংস্কৃতিকে ভালোভাবে তুলে ধরবে। অনেক শুভেচ্ছা।